Fri, July 5, 2024

ই-পেপার দেখুন

মক্কার উদ্দেশ্যে রওনা দিল হজযাত্রীদের শেষ উড়ান

Puber Kalom

Puber Kalom

Published: 25 May, 2024, 08:52 PM
মক্কার উদ্দেশ্যে রওনা দিল হজযাত্রীদের শেষ উড়ান

মক্কার উদ্দেশ্যে রওনা দিল হজযাত্রীদের শেষ ফ্লাইট। শনিবার রাত ৯টা ৫৫ মিনিটে শেষ ফ্লাইট মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছে। পশ্চিমবঙ্গ হজ কমিটির আধিকারিক মুহাম্মদ নকি পুবের কলমকে জানান, মোট ৩৪টি ফ্লাইট ৯ হাজার ৫০০ হজযাত্রীকে নিয়ে কলকাতা বিমানবন্দর থেকে রওনা দিয়েছে। প্রথম দিকে ২৭টি ফ্লাইট মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। শেষের ৭টি হজযাত্রীদের ফ্লাইট জেদ্দা বিমানবন্দরে রওনা দেয়। পশ্চিমবঙ্গ সহ ৭টি রাজ্য থেকে হজযাত্রীদের কলকাতা বিমানব¨র থেকে মক্কা ও মদিনার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। এ রাজ্যের হজযাত্রীর সংখ্যা ৫ হাজার ৬০০ জন। বাকী হজযাত্রী বিহার, ওড়িশা, ত্রিপুরা, ঝাড়ন্ড, মণিপুর, অসমের। এছাড়া দিল্লি, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রের ৫ জন হজযাত্রী কলকাতা বিমানব¨র থেকে হজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। শনিবার পর্যন্ত কোনও হজযাত্রীর অসুস্থ হওয়ার খবর আসেনি।

 

তবে বিহারের একজন বয়স্ক হজযাত্রী রিয়াদের হাসপাতালে ইন্তেকাল করেছেন বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ হজ কমিটি।  গত ৯ মে থেকে হজযাত্রীদের ফ্লাইট কলকাতা বিমানবন্দর থেকে রওনা দেয়। ২৫ মে অর্থাৎ শনিবার শেষ ফ্লাইট জেদ্দায় রওনা দেয়। হজ সম্পন্নের পর আগামী ২২ জুন থেকে ১৮ জুলাই পর্যন্ত হাজীদের ফ্লাইট কলকাতা বিমানবন্দরে ফেরা শুরু করবে।

 

Leave a comment