Tue, July 9, 2024

ই-পেপার দেখুন

Breaking:ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদে শপথ নিলেন হেমন্ত সোরেন

Bipasha Chakraborty

Published: 04 July, 2024, 05:54 PM
Breaking:ফের  ঝাড়খণ্ডের  মুখ্যমন্ত্রীর পদে শপথ নিলেন হেমন্ত সোরেন

 

 

 

 

 

 

 

 

পুবের কলম, ওয়েবডেস্ক : 'এভাবেও ফিরে আসা যায়', সেটাই দেখিয়ে দিলেন হেমন্ত সোরেন। জেলমুক্তির পরেই দূর্দান্ত কামব্যাক। গেরুয়া শিবিরের চোখে চোখ রেখে পুরনো কুর্সিতে বসলেন হেমন্ত সোরেন। ফের  ঝাড়খণ্ডের  মুখ্যমন্ত্রী পদে  ঝাড়খণ্ড মুক্তি মোর্চা দলের প্রধান হেমন্ত। বৃহস্পতিবার শপথ নিলেন তিনি। গত মাসেই জামিন পেয়েছেন হেমন্ত সোরেন। ১৩ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা দলের প্রধান। 
বুধবার রাজ্যের জেএমএম নেতা চম্পাই সোরেন পদত্যাগ করেন, এর পরেই হেমন্তের মুখ্যমন্ত্রী হওয়ার রাস্তা পরিষ্কার হয়। 
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেমন্ত সোরেনের বাবা শিবু সোরেন। হেমন্ত বলেন, বাবার সামনে শপথ নিয়ে আগামীদিনে চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য আশীর্বাদ নিলাম। 
উল্লেখ্য, বৃহস্পতিবার ইন্ডিয়া জোটের নেতাদের রাজভবনে ডেকে পাঠান ঝাড়খণ্ডের রাজ্যপাল। জেএমএমের তরফে হেমন্ত ছাড়াও হাজির ছিলেন কংগ্রেস এবং আরজেডি নেতৃত্ব। ওই বৈঠকের পরেই সরকার গঠনের জন্য হেমন্তকে অনুমতি দিয়েছেন রাজ্যপাল।
শপথগ্রহণের পর এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিজেপিকে তীব্র কটাক্ষ করে হেমন্ত বলেন, শত্রুরা যে গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্র করে সেটার শেষের দিন শুরু হয়ে গিয়েছে। সত্যমেব জয়তে স্লোগানও লেখেন তিনি।
উল্লেখ্য, বুধবার সন্ধে সাতটা নাগাদ রাজভবনে পৌঁছন চম্পাই সোরেন। ক্ষমতাসীন জোটের ৪৫ জন বিধায়ক হেমন্ত সোরেনকে তাদের নেতা হিসাবে নির্বাচিত করার পরে চম্পাই বুধবার রাজ্যপাল সিভি রাধাকৃষ্ণনের  কাছে তাঁর পদত্যাগ পত্র জমা দেন। ইস্তফাপত্র গৃহীত হওয়ার পরেই সরকার গঠনের জন্য রাজ্যপালের কাছে দাবি জানান জেএমএম নেতা হেমন্ত। 
জমি দুর্নীতি এবং আর্থিক তছরুপের অভিযোগে চলতি বছরের জানুয়ারি মাসে তাঁকে গ্রেফতার করে ইডি। গ্রেফতারের আগেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সোরেন। হাইকোর্ট জামিন দেওয়ার পর ২৮ জুন জেল থেকে মুক্তি পান তিনি।
জানা গিয়েছে, হেমন্ত সোরেনের জামিন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে ইডি। হেমন্ত সোরেনের জামিন নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিজেপি। তবে গেরুয়া শিবিরের কটাক্ষকে গুরুত্ব দিতে নারাজ হেমন্ত সোরেন। ইডির শীর্ষ আদালতে দ্বারস্থ হওয়ার আগেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে ফিরে এলেন সোরেন

Leave a comment