Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

Breaking: আরজিকরে ইস্তফার পরেই ন্যাশনাল মেডিক্যাল কলেজের নয়া অধ্যক্ষ সন্দীপ ঘোষ

Bipasha Chakraborty

Published: 12 August, 2024, 06:24 PM
Breaking: আরজিকরে ইস্তফার পরেই ন্যাশনাল মেডিক্যাল কলেজের নয়া অধ্যক্ষ সন্দীপ ঘোষ

 

 

পুবের কলম, ওয়েবডেস্ক:    আরজিকরে অধ্যক্ষের পদ থেকে ইস্তফার কয়েক ঘণ্টার মধ্যেই নয়া পদ পেলেন সন্দীপ ঘোষ। তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজের নয়া অধ্যক্ষের পদে নিয়োগ করা হল। আরজিকর কাণ্ডে  সোমবার ইস্তফা দিয়েছিলেন সন্দীপ ঘোষ। এদিন স্বাস্থ্যভবনে গিয়ে ইস্তফা পত্র জমা দেন তিনি। আর এদিন ফের ন্যাশনাল মেডিক্যাল কলেজের নয়া অধ্যক্ষের পদে নিয়োগ দেওয়া হল সেই সন্দীপ ঘোষকে। 

এদিন ইস্তফা দিয়ে সন্দীপ ঘোষ বলেছিলেন, এই অপমান তিনি আর নিতে পারছেন না। আরজিকর কাণ্ডে চিকিৎসক পড়ুয়ার মৃত্যুর পর থেকে তিনি সব সময় সত্য ঘটনা সামনে আনতে চেয়েছিলেন। তিনি বলেন স্বেচ্ছায় তিনি অধ্যক্ষের পদ থেকে  ইস্তফা দিয়েছিলেন। এই ঘটনার নৈতিক দায়িত্ব স্বীকার করে নিয়ে পদত্যাগ করলাম। আমার নামে যে অপপ্রচার হয়েছে। নির্যাতিতা একা ছিল কেন, নির্যাতিতা আত্মঘাতী হয়েছেন, এগুলো আমি কখনই বলিনি। আমার নামে মিথ্যা রটেছে। ডাক্তারদের মধ্যেও চোর ডাকাত রয়েছে, সেই মুখোশগুলো খুলে যাবে। আমি অর্থোপেডিক সার্জেন, আমার দুটো হাত রয়েছে, আমি কিছু করে খেতে পারব। আমার মেয়ের মৃত্যু হয়েছে, আমি বাবা হিসাবে পদত্যাগ করলাম।

সন্দীপ ঘোষ বলেন, 'আমার ইস্তফাই ছাত্রছাত্রীদের কাম্য ছিল। আশা রাখি, এ বার ছাত্রছাত্রী, জুনিয়র চিকিৎসকেরা কাজে ফিরবেন। আমাকে কেউ বাধ্য করেনি, আমি স্ব-ইচ্ছায় পদত্যাগ করলাম। বিরুদ্ধ গোষ্ঠী এই ঘটনা নিয়ে রাজনৈতিক খেলায় নেমেছে। আমি কোনও দিন এ সব খেলা খেলিনি। আমি সরকারি কর্মচারী। শেষ মুহূর্ত পর্যন্ত আমি দায়িত্ব পালন করব'। 

 

 

 

Leave a comment