Sat, September 28, 2024

ই-পেপার দেখুন

আগামীকাল NRS-এ দেহদান  বুদ্ধদেব ভট্টাচার্যের, আজ পূর্ণ দিবস ছুটি ঘোষণা রাজ্য সরকারের

Bipasha Chakraborty

Published: 08 August, 2024, 02:33 PM
আগামীকাল NRS-এ দেহদান  বুদ্ধদেব ভট্টাচার্যের, আজ পূর্ণ দিবস ছুটি ঘোষণা রাজ্য সরকারের
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাসভবনের সামনে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তানের পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। রয়েছেন ফিরহাদ হাকিম। (ছবি-খালিদুর রহিম)

 

পুবের কলম, ওয়েবডেস্ক:  বাম আমলের সর্বশেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আগামীকাল বিকেল ৪টে নাগাদ বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ এনআরএস-এ দান করা হবে। আজ পিস ওয়ার্ল্ডে শায়িত থাকবে তাঁর দেহ। আগামীকাল  পিস ওয়ার্ল্ড থেকে তাঁর দেহ সকাল ১১টা-১১.৩০ পর্যন্ত দেহ রাখা থাকবে। দুপুর ১২ টা থেকে ৩.১৫ মিনিট পর্যন্ত বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ শায়িত থাকবে বিধানসভায়। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হবে। তার পর দেহ নিয়ে আসা হবে দীনেশ মজুমদার হলে। শায়িত থাকবে ৩.৩০ থেকে ৩.৪৫ পর্যন্ত। 

 

 

বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসানে শোক প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে লিখেছেন, 'পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আকস্মিক প্রয়াণে আমি মর্মাহত। বিগত কয়েক দশক ধরেই আমি তাঁকে চিনতাম এবং গত কয়েক বছরে তিনি যখন অসুস্থ ছিলেন তখন আমি কয়েকবার তাঁকে বাড়িতে দেখতে গেছি। এই মুহূর্তে আমি খুব দুঃখিত বোধ করছি। এই শোকের সময়ে মীরাদি এবং সুচেতনের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। আমি সিপিআই(এম) দলের সকল সদস্য-সদস্যা, সমর্থক এবং তাঁর সমস্ত অনুগামীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।' খবর পাওয়া মাত্রই বুদ্ধদেব ভট্টাচার্যের পাম অ্যাভিনিউয়ের বাড়িতে ছুটে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বুদ্ধদেব ভট্টাচার্যের পাম অ্যাভিনিউয়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, সকালে খবরটা শুনে এত শঙ্কিত হয়ে পড়েছিলাম যে অচেতনে হাতটা ঘসে গিয়ে কেটে গেল। এদিন রাজ্যে পূর্ণ দিবস ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

 

 

 

রাজনৈতিক ময়দানে এই দুই রাজনীতিক বরাবর বিপরীত মেরুতে থাকলেও বরাবরই বুদ্ধদেব ভট্টাচার্যের পাশে থাকতে দেখা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জন্মদিনে শুভেচ্ছা জানানো হোক বা অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছুটে যাওয়া, বাংলার রাজনীতির সেই অধ্যায় আগামী প্রজন্মের জন্য সম্বল।

Leave a comment