Sat, September 28, 2024

ই-পেপার দেখুন

সনাতন ধর্মের পক্ষে সওয়াল উপ রাষ্ট্রপতি ধনকরের

Bipasha Chakraborty

Published: 27 September, 2024, 08:16 PM
সনাতন ধর্মের পক্ষে সওয়াল উপ রাষ্ট্রপতি ধনকরের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বরঃ সনাতন ধর্মই প্রকৃত ধর্ম। গোটা মানবজাতি সনাতন ধর্মের অন্তর্ভুক্ত। খোদ ভারতীয় সংবিধান সনাতন ধর্মের মূল্যবোধের ওপর তৈরি। অথচ ধর্মের নামে ভুল বুঝিয়ে, প্রলোভন দেখিয়ে ধর্মান্তকরণের অপচেষ্টা চালিয়ে যাছে একটি সম্প্রদায়। প্রতিদিন এই ধর্মের নামে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা আরও শক্তিশালী হয়ে উঠছে। হিন্দু আধ্যাত্মিক ও সেবা মেলায় গিয়ে ধর্মান্তকরণ নিয়ে বিতর্কিত বক্তব্য রাখলেন উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকর। বৃহস্পতিবার ধনকর বলেন, দেশ ধর্মের নামে ধর্মান্তরিতকরণের সাক্ষী হচ্ছে। মূল্যবোধ, সাংবিধানিক নীতির বিরুদ্ধে গিয়ে মিষ্টি কথা বলে প্রলোভন দেখিয়ে ধর্মের নামে 'সুগার কোটেড দর্শনে'র কথা বলে আদিবাসী সহ দুর্বল শ্রেণিগুলিকে টার্গেট করা হচ্ছে। 

হিন্দু আধ্যাত্মিক ও সেবা মেলা ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণে দিতে গিয়ে উপ রাষ্ট্রপতি ধনকর বলেন, সমাজে যা হচ্ছে তা অত্যন্ত বিপজ্জনক। দেশে এখন  'সুগার কোটেড ফিলোজফি' বিক্রি হচ্ছে। যা হিন্দু ধর্মের মূল্যবোধ এবং সাংবিধানিক নীতির বিপরীত। এই ধরনের অশুভ শক্তিকে দমন করার জরুরি প্রয়োজন রয়েছে। আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। 

আমাদের সাংবিধানিক মূল্যবোধ সনাতন ধর্ম থেকে উদ্ভূত। সংবিধানের প্রস্তাবনা সনাতন ধর্মের সারমর্মকে প্রতিফলিত করে। সনাতন মানবতার এগিয়ে যাওয়ার একমাত্র পথ। অন্যের সেবায় জীবন অতিবাহিত করাই ভারতীয় সংস্কৃতির মূল মন্ত্র। আজও হিন্দু সমাজে সেবার চেতনা প্রবলভাবে বিদ্যমান। ধনকর বলেন, দেশে হানাদাররা এসেছে, বিদেশি শক্তি শাসন করেছে, তবুও আমাদের সেবার চেতনা থেকে কখনই সরাতে পারেনি। মানুষ সেই পথেই হেঁটেছে চিরকাল। আজও হিন্দু সমাজে সেবার অনুভূতি প্রবলভাবে বিদ্যমান। অনেক তথ্য সামনে আসছে। সেখানে বলা হচ্ছে ভারত এমন একটি দেশ যেখানে দশজনের মধ্যে চার জন জনসেবায় নিয়োজিত। 


উল্লেখ্য, আরএসএস-এর সংগঠন বা নীতি নিয়ে বরাবরই সওয়াল করতে দেখা গেছে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরকে। অতীতে রাজ্য সভাতেও আরএসএস-এর বৈধতা ও দেশের উন্নয়নে এই সংগঠনের ভূমিকা নিয়ে প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। তাঁর এই ধরনের বক্তব্য ধনকরের আরএসএস ঘনিষ্ঠ তত্ত্বকে আরও প্রবল করে তুলেছিল। 

Leave a comment