Sat, September 28, 2024

ই-পেপার দেখুন

পুলিশের মারে মৃত আবু সিদ্দিকীর দেহ কবর থেকে তুলে পাঠানো হল ময়নাতদন্তে

Bipasha Chakraborty

Published: 13 July, 2024, 08:36 PM
পুলিশের মারে  মৃত আবু সিদ্দিকীর দেহ কবর থেকে তুলে পাঠানো হল ময়নাতদন্তে

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,মথুরাপুর  পরিবারের আপত্তি থাকায় ঢোলাহাট থানার প্রশাসনকে সরিয়ে কবর থেকে তোলা হল পুলিশের মারে মৃত আবু সিদ্দিকীর দেহ।কলকাতা হাইকোর্টের নির্দেশে কবর দেওয়া মৃতদেহ তুলে পুনরায় ময়না তদন্তে পাঠানো হলো শনিবার।

গত ৩ তারিখে চুরির অভিযোগে রায়দিঘি বিধানসভার ঘাট বকুলতলা গ্রাম থেকে আবু সিদ্দিকী নামে এক যুবককে তুলে নিয়ে যায় ঢোলাহাট থানার পুলিশ। অভিযোগ জিজ্ঞাসাবাদের নামে আবু সিদ্দিকীর উপর চলে নির্মম পুলিশি অত্যাচার।

অভিযোগ ছিল পুলিশের মারে সারা শরীরের বিভিন্ন জায়গায় রক্ত জমাট বেঁধে গিয়েছিল, শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে গিয়েছিল, পরে ছয় দিনের মাথায় কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে মারা যায় আবু সিদ্দিকী। এরই প্রতিবাদে দোষী পুলিশদের নামে এফ আই আরও আইনত শাস্তির দাবি নিয়ে থানার সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে ঢোলা থানার পুলিশ মৃতের পরিবারের সঙ্গে  তুলকালাম ঘটে যায়। এমনকি পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভ কারীদের হটিয়ে দিতে গিয়ে বেশ কিছু বিক্ষোভকারী ও পুলিশ আহত হয়েছিলেন।

এরপর পুলিশ ম্যাজিস্ট্রেটছাড়া ভিডিও ক্যামেরা ছাড়া পরিবারের লোকজন ছাড়া ময়নাতদন্ত করে বডি তুলে দেয় পরিবারের হাতে। আর এই পদ্ধতি মেনে নিতে পারেনি আবু সিদ্দিকীর পরিবার।পরে আবু সিদ্দিকীর পরিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে কলকাতা হাইকোর্ট ম্যাজিস্ট্রেট নিয়ে ওই মৃত দেহ তুলে পরিবারের সামনে ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে  ময়না তদন্তের নির্দেশ দেন ।

শনিবার হাইকোর্টের নির্দেশে মথুরাপুর এক নম্বর  ব্লকের বিডিওর উপস্থিতিতে লালবাজার থেকে আসা ফরেনসিক এক্সপার্ট নিয়ে অন  ভিডিওর মাধ্যমে মৃতদেহ কবর থেকে  তোলা হয় ও ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্ত কাজ করা হয়।

Leave a comment