Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

'বাংলাকে কিছু দিল না, উলটে জিএসটি তুলে নিয়ে যাচ্ছে', বাজেট নিয়ে কেন্দ্র সরকারকে তীব্র আক্রমণ মমতার

Bipasha Chakraborty

Published: 23 July, 2024, 03:47 PM
'বাংলাকে কিছু দিল না, উলটে  জিএসটি তুলে নিয়ে যাচ্ছে', বাজেট নিয়ে কেন্দ্র সরকারকে তীব্র আক্রমণ মমতার

 

পুবের কলম, ওয়েবডেস্ক:  কেন্দ্রীয় সরকারের বাজেট নিয়ে মোদি সরকারকে তীব্র ধিক্কার জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিধানসভা থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের দার্জিলিং কি দোষ করেছিল, সিকিমকে আর বাংলাকে বঞ্চিত করা হল। সিকিমকে দিক আমার সেই নিয়ে কোনও অসুবিধা নেই, কিন্তু বাংলাকে বঞ্চনা কেন? ১ লক্ষ ৭১ হাজার কোটি টাকা বাকি, আর বাংলাকে কিছু দিল না। বাংলাকে বঞ্চিত করা হল, আর উল্টে বাংলা থেকে জিএসটি তুলে নিয়ে যাচ্ছে। মমতা তীব্র আক্রমণ করে বলেন, একটি দলকে খুশি করতে গিয়ে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি মূলক বাজেট। এই বাজেট সম্পূর্ণ দিশাহীন। কোনও চাকরির সংস্থানের কথা বাজেটে উল্লেখ নেই। গরিবরা বঞ্চিত। এই বাজেট কোনও আলো দেখাতে পারল না।

এই বাজেট নিয়ে একইভাবে কেন্দ্রকে আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বলেন, সব সময় বাংলাকেই বঞ্চনার শিকার হতে হয়েছে। এর জবাব দেবে বাংলার মানুষ। বেকারত্ব ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি, ও ক্রমবর্ধমান মুদ্রস্ফীতির মতো জরুরি সমস্যাগুলি মোকাবিলার পরিবর্তে বিজেপি তার জোট অংশীদারদের ঘুষ দেওয়ার জন্য সরকারের অচলাবস্থার আগে সময় কেনার জন্য একটি বাজেট তৈরি করেছে! যে বাংলা স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা নিয়েছে, নবজাগরণে অগ্রণী ভূমিকা নিয়েছে তাকে কেন্দ্রীয় সরকার লাগাতার বঞ্চনা করে চলেছে। এই বঞ্চনা বাংলার মানুষ সহ্য করবে না।

Leave a comment