Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

সমাজসেবায় ডা. পার্থপ্রতিম পুরস্কৃত হলেন আহমদ হাসান ইমরানের হাতে

Bipasha Chakraborty

Published: 13 July, 2024, 02:14 PM
সমাজসেবায় ডা. পার্থপ্রতিম পুরস্কৃত হলেন আহমদ হাসান ইমরানের হাতে

 

 

অদিতি চট্টোপাধ্যায়: ডুয়ার্সের বিশিষ্ট চিকিৎসক ডা. পার্থপ্রতিমের হাতে ‘এডুলাইট এক্সিলেন্ট অ্যাওয়ার্ড ২০২৪’ তুলে দিলেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান ও রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা ‘পুবের কলম’ পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান।

সম্প্রতি কলকাতার ‘অরণ্য বাংলা’ ফাউন্ডেশনের উদ্যোগে কলকাতার সায়েন্স সিটি অডিটরিয়ামে ডা. পার্থপ্রতিমের হাতে এই পুরস্কার তুলে দেন আহমদ হাসান ইমরান। আহমদ হাসান ইমরান নিজে ডুয়ার্সের ভূমিপুত্র।

পাশাপাশি তিনি নিজে বানারহাট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। ডুয়ার্সের ঝরনা থেকে ডুডুয়া নদী খুব সহজেই মনে দাগ কেটে যায় আজকের সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান ও ‘পুবের কলম’ পত্রিকার সম্পাদকের মনে। 

ডা. পার্থপ্রতিম ডুয়ার্সের সমাজসেবী, বিশিষ্ট চিকিৎসক ও সাংস্কৃতিক ব্যক্তি। তাঁর হাতে পুরস্কার তুলে দিয়ে রাজ্যের সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান বলেন, ‘ডুয়ার্সের প্রান্তিক এলাকা থেকে সমাজসেবামূলুক কাজের জন্য কোনও ব্যক্তির হাতে পুরস্কার তুলে দিতে পেরে সত্যিই খুব ভালো লাগছে। এই ধরনের সমাজসেবামূলক কাজ আরও এগিয়ে যাক।’

প্রসঙ্গত, আহমদ হাসান ইমরানের ‘ছেলেবেলা’ কেটেছে ডুয়ার্সের ঝরনার কোলে ও ডুডুয়া নদীর সংস্পর্শে। তাই ডা. পার্থপ্রতিমের হাতে পুরস্কার তুলে দেওয়ার সময় একপ্রকার নস্টালজিক হয়ে যান ‘পুবের কলম’-এর সম্পাদক। কথায় কথায়, তিনি ডুয়ার্সের আদিবাসী এলাকার পরিবেশ কুসংস্কার মুক্ত হওয়ার কথা জানান। পাশাপাশি, আগামী দিনে ডুয়ার্সে শিক্ষার আলো দিকে দিকে ছড়িয়ে পড়ুক এই কথাও তুলে ধরেন তিনি। 

অরণ্য বাংলা ফাউন্ডেশনের পক্ষ থেকে সংস্থার কর্ণধার মুহাম্মদ নাঈম আলম জানান, ‘ডা. পার্থপ্রতিম প্রায় তিন দশকের বেশি সময় ধরে ডুয়ার্সের প্রান্তিক এলাকায় জনশিক্ষা বিস্তারে উল্লেখযোগ্য কাজ করে চলেছে। ল্যাপটপ ও প্রজেক্টর নিয়ে আদিবাসী সমাজের মধ্যে স্বাস্থ্য-বিজ্ঞান-পরিবেশ সচেতনতার অভিযান চালিয়ে যাচ্ছেন।

ডুয়ার্স দিবস উদ্যাপন সমিতির সভাপতি হাজী মুহাম্মদ গুলজার বলেন, ‘ডা. পার্থপ্রতিম আমাদের ডুয়ার্সের গর্ব। তিনি একইসঙ্গে সম্প্রীতি ও ভ্রাতৃত্ব রক্ষার্থে বহুরকম কাজ করে থাকেন।’

অন্যদিকে, ডা. পার্থপ্রতিম জানান, ‘পুরস্কার পেয়ে দায়িত্ব কয়েকগুণ বেড়ে গেল।’ আগামী দিনে আরও সমাজসেবামূলক কাজের মধ্য দিয়ে মানুষের দরবারে পৌঁছতে চান বলে জানান তিনি। 

উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের ডিরেক্টর এবং সিইও ডা. সুজয় বিশ্বাস, রাজনীতিবিদ ও শিক্ষাবিদ শায়রা শাহ হালিম প্রমুখ।
 

Leave a comment