Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

চুলের মুঠি ধরে প্রেমিকার রুমমেটকে গলার নলি কেটে খুন, বেঙ্গালুরুতে হাড়হিম করা ঘটনায় ধৃত প্রাক্তন প্রেমিক

Bipasha Chakraborty

Published: 27 July, 2024, 03:33 PM
চুলের মুঠি ধরে প্রেমিকার রুমমেটকে গলার নলি কেটে খুন, বেঙ্গালুরুতে হাড়হিম করা ঘটনায় ধৃত প্রাক্তন প্রেমিক

 

বেঙ্গালুরু, ২৭ জুলাই: বেঙ্গালুরুর হাড়হিম করা খুনের ঘটনায় অভিযুক্ত যুবককে মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হচ্ছে বেঙ্গালুরুতে। বেঙ্গালুরু পুলিশ কমিশনার বি দয়ানন্দ জানিয়েছেন,  মৃতার নাম কৃতী কুমারী(২৪)। তিনি বিহারের বাসিন্দা ছিলেন। খুনের পর অভিযুক্ত বেপাত্তা ছিল। শনিবার তাকে গ্রেফতার করা হয়।  

গত মঙ্গলবার রাত ১১টা নাগাদ হাতে একটি প্যাকেট নিয়ে বেঙ্গালুরুর একটি পেয়িং গেস্টে হানা দেয় এক সন্দেহভাজন যুবক। সিসিটিভি ফুটেজ অনুযায়ী, সিড়ি দিয়ে উঠে ওই যুবক ঘরের একটা দরজায় টোকা দেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর ঘরের মধ্যে এক তরুণী বের হতেই তাকে টেনে হিঁচড়ে নিয়ে এসে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে ওই যুবক। ঘাড়ে ও গলায় একাধিক আঘাত করে। ওই তরুণী তাকে বাধা দিতে গেলে যুবক ওই তরুণীর চুলির মুটি ধরে তার গলার নলি কেটে দিয়েই সেখান থেকে হনহন করে বেরিয়ে যায়। আর্তনাদের আওয়াজ পেয়ে করিডরের ওপরের সিড়ি দিয়ে নেমে আসেন আরও দু থেকে তিনজন তরুণী। ততক্ষণ যুবকটি সেখান থেকে চলে গিয়েছে। ওই আবাসনের তিন তলার করিডরের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে নৃশংস ওই খুনের মুহূর্ত। এলাকার সিসিটিভি ফুটেজেও ওই ব্যক্তিকে ঘটনার আগে থেকেই আবাসনের সামনে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে বলে পুলিশকে জানানো হয়েছে। রীতিমতো পরিকল্পনা করেই কৃতী কুমারীকে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে পুলিশ। 

মঙ্গলবার রাতে বেঙ্গালুরুর কোরমঙ্গলায় একটি আবাসনে ওই তরুণীকে গলার নলি কাটা অবস্থায় পাওয়া যায়। তাঁর শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত মিলেছে। কৃতী বিহারের বাসিন্দা হলেও কর্মসূত্রে বেঙ্গালুরুর কোরমঙ্গলা অঞ্চলে ভিআর আউটলেটের একটি আবাসনে পেয়িং গেস্ট হিসাবে থাকতেন। ঘটনার খবর পেয়ে তদন্তে নামে কোরমঙ্গলা পুলিশের তিনটি বিশেষ দল। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে খুনির চেহারা শনাক্ত করা হয়। শনিবার তাকে গ্রেফতার করা হয়েছে। 

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে,  ধৃত যুবক কৃতীর রুমমেটের প্রাক্তন প্রেমিক। কিন্তু তাদের সেই সম্পর্কে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়। অভিযুক্তের নিজের কোনও আয় রোজগার ছিল না। সেই নিয়ে অশান্তি চরমে ওঠে। কৃতী তার রুমমেটকে ওই যুবকের সঙ্গে সম্পর্ক না রাখার পরামর্শ দিয়েছিলেন। পরে রুমমেট ওই পিজি ছেড়ে অন্যত্র থাকছিলেন। পুলিশের অনুমান কৃতীর পরামর্শেই রুমমেট অন্যত্র চলে যান। ফলে সমস্ত আক্রোশ গিয়ে পড়ে কৃতীর উপরে। পরিকল্পনা করেই এই খুন বলে মনে করছে পুলিশ। 

বেঙ্গালুরু পুলিশ কমিশনার বি দয়ানন্দ জানিয়েছেন, কি কারণে এই খুন তা জানতে অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

তবে প্রশ্ন উঠেছে, আবাসনের এই পেয়িং গেস্টের মধ্যে একটি অপরিচিত যুবক কিভাবে বিনা বাধায় ঢুকে এল। সে জানলোই বা কিভাবে কোন রুমে কৃতী কুমারী থাকতেন। আপাতত সব কিছু রহস্যের জট খুব শীঘ্রই সামনে আসবে বলে মনে করছে পুলিশ।

Leave a comment