পুবের কলম প্রতিবেদক: রক্তে ভিজে গিয়েছে উর্দি। তবু আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে মাঠ ছাড়তে নারাজ। তেমনই এক সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশাসনিক প্রধান হিসেবে নয় ঠিক যেন স্নেহশীল অভিভাবক হিসেবে পাশে পেয়েছিলেন এক তরুণ আইপিএস।
সেই তরুণ আইপিএস অনীশ সরকার তাঁর এই অভিজ্ঞতার কথা শোনালেন শনিবার। কলকাতা প্রেস ক্লাবে। উপলক্ষ মুর্শিদাবাদের বহরমপুর থেকে অনিয়মিত ভাবে প্রকাশিত সাহিত্যপত্রিকা জন্মদিনের উদ্যোগে সুধীন্দ্রনাথ দত্ত স্মৃতি পুরস্কার প্রদান অনুষ্ঠান। সেখানেই পরমব্রত সম্মানে সম্মানিত করা হয় অনীশকে। তার পরই স্মৃতির সরণি ধরে তরুণ আইপিএস পিছিয়ে যান কয়েক বছর। বালিরঘাটের দুর্ঘটনা। সেতু থেকে নীচে পড়ে গিয়েছিল বাস। মৃত্যু হয়েছিল অনেকের। উদ্ধার কাজ শুরু করার পর পরই বদলে গিয়েছিল পরিস্থিতি। কিছু মানুষের প্ররোচনায় অশান্ত হয়ে উঠেছিল পরিবেশ। মাথায় ইটের আঘাত সহ্য করতে হয়েছিল অনীশকে। পরিস্থিতি পর্যবেক্ষণে এসে মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়ে বলেছিলেন, ‘‘অনীশ তুমি গিয়ে চিকিৎসা করাও।’’ মাননীয়া সম্মান করে অনীশ জানিয়েছিলেন, আঘাত এসেছে ঠিকই কিন্তু মাঠ তিনি ছাড়বেন না। কারণ, তাঁর সহকর্মীরা এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লড়াই করছে।
প্রেস ক্লাবে শনিবারের অনুষ্ঠানের পৌরহিত্য করেছেন কবি জয় গোস্বামী। উপস্থিত ছিলেন যাদবপুরের তুলনামূলক সাহিত্য বিভাগের অধ্যাপক অভীক মজুমদার।বহরমপুরের বাবুলবোনা রোড থেকে বিগত ২৬ বছর ধরে অনিয়মিত ভাবে প্রকাশিত সাহিত্যপত্রিকা জন্মদিনের সম্পাদনা করেন রাজীব ঘোষ ও সুবীর ঘোষ। তাঁদের উদ্যোগে দেওয়া হয় এই পুরস্কার। এ বছর রজস্বলা কাব্যগ্রন্থের জন্য সুধীন্দ্রনাথ দত্ত স্মৃতি পুরস্কার পেয়েছেন কবি অমৃতা ভট্টাচার্য। তাঁর হাতে সেই পুরস্কার তুলে দেন জয় গোস্বামী। ওই কাব্যগ্রন্থ থেকে কয়েকটি কবিতা পড়ে শোনান অমৃতা। অভীক বুঝিয়ে দেন কেন এ বার সুধীন্দ্রনাথ স্মৃতি পুরস্কার প্রাপক হিসেবে বেছে নেওয়া হয়েছে অমৃতাকে। এ বার শিকড়সন্ধানী পুরস্কারে পুরßৃñত হয়েছেন মুর্শিদাবাদের উদ্যোগপতি হিমাদ্রী দাস। বেলা ভট্টাচার্য স্মৃতি শিক্ষাব্রতী পুরস্কার পেয়েছেন প্রেসিডেন্ট, এ পি জে আবদুল কালাম ট্রাস্টের শ্রীমতি কুহেলি মুখার্জি। সভান্তে ছিল জয়ের বত্তৃ«তা। ছকভাঙা সেই বত্তৃ«তা মন কাড়ে সকলের।
ব্রেকিং
- সেদিনের মমতা স্পর্শ ভোলেননি, পরমব্রত সম্মান নিয়ে জানালেন তরুণ আইপিএস
- সুড়ঙ্গের ক্ষত সারিয়ে বউবাজারে ছুটতে চলেছে মেট্রো
- বাজেট অধিবেশনেই ওয়াকফ বিল, রিপোর্ট চূড়ান্ত পর্যায়ে: জেপিসি
- ইডেনে টি-২০ ম্যাচে, বুধবার পর্যন্ত অফলাইনে টিকিট
- রামদেবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
- কুম্ভ মেলায় বিধ্বংসী আগুন: খবর নিলেন প্রধানমন্ত্রী
- কুম্ভমেলায় ব্যাপক আগুন, ঘটনাস্থল পরিদর্শনে যোগী আদিত্যনাথ
- যুদ্ধবিরতির জের, পদত্যাগ করলেন ইসরাইল মন্ত্রী বেন-গভির ও দল
- ৮০ বছরের বৃদ্ধাকে খাওয়ানো হল মূত্র, কুকুরের মল
- উমরাহ সফরে ইউসুফ পাঠান, হেঁটে যাচ্ছেন মক্কা থেকে মদিনা
- যুদ্ধ আবহে ইসরাইল ছেড়েছে ১০ লক্ষ ইহুদি: ইরাজ মাসজেদি
- খ্রিস্টান হওয়ায় দাফনে না, আদালতের দরজায় দরজায় ঘুরছে অসহায় সন্তান