পুবের কলম,ওয়েবডেস্ক: গাজায় যুদ্ধ শুরুর পর থেকে প্রায় ১০ লক্ষ ইহুদি বাস্তুচ্যুত হয়েছে। নেতানিয়াহুর কারণে ইসরাইল ও অধিকৃত ভূখণ্ড থেকে ১০ লক্ষ ইহুদি পালিয়ে গেছেন। শুক্রবার ইসলামী বিপ্লবী গার্ড কর্পস ফোর্সের (IRGC) এক ডেপুটি কমান্ডার এঈ তথ্য নিশ্চিত করেছেন।
এদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তৃতাকালে জেনারেল ইরাজ মাসজেদি বলেন, প্রতিরোধ শক্তির বিরুদ্ধে যুদ্ধে ইহুদিবাদী শাসকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ১০ লক্ষেরও অধিক ইহুদি দেশ ছেড়ে পালিয়েছে। শুধু তাই নয়, ইসরাইলে আর না ফেরার অঙ্গীকার করে গেছে তারা। এছাড়া
শতকরা ৮৪ ভাগ ইহুদি নেতানিয়াহু সরকারের কূটনীতিতে সন্তুষ্ট নয়। এছাড়া ৬৯ ভাগ ইহুদি বিশ্বজুড়ে ইসরাইলের বিরোধিতাকে সামরিক হুমকির মতো বিপজ্জনক বলে মনে করে।
এদিন তিনি আরও বলেন, হিজবুল্লাহকে ঠেকাতে নানা কলা-কৌশল করেছিল ইহুদিরা। তবে দক্ষিণ লেবাননে ব্যাপকভাবে পরাজিত হয়। তারা জানত আর অগ্রসর হওয়া সম্ভব নয়। সেখানেই হার স্বীকার করে নেন। এমনক উভয় পক্ষ যুদ্ধবিরতির যে চুক্তি স্বাক্ষর করেছে তা এটাই প্রমাণ করে যে , হামাস জীবিত এবং বিজয়ী। তারা অপরাজেয়।
প্রসঙ্গত, অবশেষে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ইসরাইল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দাবি মত হামাস তিন পণবন্দির নাম প্রকাশ করতেই নির্ধারিত সময়ের তিন ঘন্টা পর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যেই ঘটনাকে কেন্দ্র করে ফিলিস্তনের অলিন্দে অলিন্দে উছ্বাসে ফেটে পড়েছে মজলুম ফিলিস্তিনবাসীরা।