পুবের কলম প্রতিবেদক: নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে নতুন মাইলস্টোন গড়লেন কেন উইলিয়ামসন। ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় দিনে নিউজিল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ৯ হাজার পূর্ণ করেছেন তিনি। উইলিয়ামসনের রেকর্ড গড়ার দিনে অবশ্য পরাজয়ের সামনে দাঁড়িয়ে রয়েছে কিউয়িরা।
দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে মাত্র ১৫৫ রান তুলে দিনের খেলা শেষ করেছে তারা। এতে ইংল্যান্ডের সামনে লিড থাকল মাত্র ৪ রানের। বাকি ৪ উইকেটে লিড খুব বেশি বড় করার সম্ভাবনা নেই নিউজিল্যান্ডের। কিউইদের লিড ১০০ রানের নিচে রাখতে পারলে ক্রাইস্টচার্চ টেস্ট সহজেই জিতে নিতে পারবে ইংল্যান্ড। ম্যাচের বর্তমান পরিস্থিতি আপাতত সে কথাই বলছে।
এর আগে ৫ উইকেটে ৩১৯ রান নিয়ে দিনের খেলা শুরু করে ইংল্যান্ড থামে ৪৯৯ রানে। এতে তাদের লিড হয় ১৫১ রানের। দেড়’শো রানে পিছিয়ে থেকে ব্যাটিং শুরু করা নিউজিল্যান্ডের উইকেট ভাগাভাগিতে মেতে ওঠেন দুই ইংল্যান্ড পেসার ক্রিস ওকস ও ব্রাইডন কার্স।
দু’জনই নেন সমান ৩টি করে উইকেট। পাল্টা খেলতে নেমে প্রথম ইনিংসে ৭ রানের জন্য করতে না পারা উইলিয়ামসন দ্বিতীয় ইনিংসে করেন ৮৬ বলে ৬১ রান। এতেই রেকর্ড করে ফেলেন এই ডানহাতি কিউয়ি ব্যাটার। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান নিয়ে উইকেটে রয়েছেন ড্যারিল মিচেল। তিনিই এখন নিউজিল্যান্ডের ভরসা। অভিজ্ঞ এই ব্যাটারের সঙ্গে উইকেটে রয়েছেন নাথান স্মিথ (১ রানে)।