কলকাতাSaturday, 19 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

জাপান ৪২১ তলা ভবন: বুর্জ খলিফাকে ছাড়িয়ে যাবে স্কাই মাইল টাওয়ার!

FAISAL HASAN
October 19, 2024 1:22 pm
Link Copied!

টোকিও, ১৮ অক্টোবর: প্রযুক্তিগত উদ্ভাবন ক্ষমতা ও বিভিন্ন গ্যাজেট তৈরির জন্য বিশ্বজুড়ে খ্যাতি রয়েছে জাপানের। এবার খুব শীঘ্রই বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের জন্যও আলাদাভাবে উচ্চারিত হবে জাপানের নাম। উচ্চতার দিক থেকে জাপানের আকাশচুম্বী অট্টালিকা ‘স্কাই মাইল টাওয়ার’ হবে দুবাইয়ের ‘বুর্জ খলিফা’র দ্বিগুণ’!

 

দুবাইয়ের বুর্জ খলিফা’র উচ্চতা ২,৭১৬ ফুট (প্রায় অর্ধ-মাইল)।

 

কিন্তু জাপান জানিয়েছে, তাদের নির্মাণাধীন স্কাই মাইল টাওয়ার এই উচ্চতাকেও টেক্কা দেবে! ২০৪৫ সালের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে স্কাই মাইল টাওয়ারের এবং এর উচ্চতা হবে প্রায় এক মাইল! এ প্রজেক্টের পেছনে আছেন স্থপতি কোন পেডারসন ফক্স এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং ফার্ম লেসলি ই. রবার্টসন অ্যাসোসিয়েটস। এই টাওয়ার হবে এমন একটি মিনি-সিটি যা জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে পারবে।

 

এ প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘নেক্সট টোকিও’।

 

READ MORE NEWS:নির্দেশ থাকলেও পৃথক হয়নি আরবি-ফারসি বিভাগ,  সমস্যায় CU-এর গবেষক-পড়ুয়ারা

 

সবচেয়ে উঁচু অট্টালিকার পাশাপাশি ‘নেক্সট টোকিও’তে থাকবে হেক্সাগন আকৃতির কিছু দ্বীপ, যেগুলো জাপানের রাজধানী টোকিওকে বন্যা থেকে বাঁচাবে ও সেখানে আশ্রয় নিতে পারবেন প্রায় ৫০০,০০০ মানুষ। এলন মাস্কের তৈরি উচ্চগতিসম্পন্ন ট্রানজিট সিস্টেম, হাইপারলুপের মাধ্যমে দ্বীপগুলি সংযুক্ত হবে। স্কাই মাইল টাওয়ারে রয়েছে আরও অসংখ্য চমক! এ টাওয়ারে বসবাস করতে পারবেন ৫৫,০০০ মানুষ।

 

গতানুগতিক পানির পাম্পের বদলে ভবনের সম্মুখভাগে বাইরের বায়ুমন্ডল থেকে পানি সংগ্রহ করে তা ফিল্টার করে সংরক্ষণ করা হবে এখানে।

 

টাওয়ারে থাকবে মাল্টিলেভেল স্কাই লবি, যেখানে ভবনের বাসিন্দারা শপিং সেন্টার, রেস্তোরাঁ, হোটেল, জিম, লাইব্রেরি ও স্বাস্থ্যকেন্দ্রের সুবিধা পাবেন। জলবায়ু সচেতনতাকে সঙ্গী করে গৃহীত ‘নেক্সট টোকিও ২০৪৫’ প্রজেক্টের মূল উদ্দেশ্য হল একটি মেগা সিটি তৈরি করা, যেটি বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সক্ষম হবে।