Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

শাসনে সম্প্রীতির রথযাত্রা, রথের দড়িতে টান রনজিত, আব্দুল হাইদের

Kibria Ansary

Published: 07 July, 2024, 08:31 PM
শাসনে সম্প্রীতির রথযাত্রা, রথের দড়িতে টান রনজিত, আব্দুল হাইদের

পুবের কলম, বারাসাত: রাজনৈতিক হানাহানিতে বরাবরই খবরের শিরোনামে থাকে উত্তর চব্বিশ পরগনা জেলার শাসন। কিন্তু সব হানাহানি দূরে ঠেলে এবার ভিন্ন ছবি দেখাল শাসন। রথযাত্রাকে কেন্দ্র করে শাসনের সর্দারআটিতে ফুটে উঠল এক টুকরো সম্প্রীতির ছবি। এদিন রথের দড়ি টানতে হাত লাগান শাসনের হিন্দু মুসলিম সহ উভয় সম্প্রদায়ের মানুষজন। জাতপাতের ঊর্ধ্বে উঠে রথের দড়িতে টান দেন রঞ্জিতের পাশাপাশি আব্দুল হাইরা।
প্রসঙ্গত, এই রথ যাত্রাকে ঘিরে একটা উৎসবের পরিবেশ হয়ে ওঠে শাসন এলাকা। শাসনের সর্দারআটির মাঠে বসে রথের মেলাও। আর এদিন শাসনের সব পথ এসে মেলে রথের মেলায়। মেলা মানে পাপর ভাজা, মেলা মানে জিলাপি খাওয়া। আর মেলা মানে কাচের চুড়ি। মেলার এই খাওয়া দাওয়া ও কেনাকাটা করতে এদিন ভিড় জমান উভয় সম্প্রদায়ের উৎসবপ্রেমী মানুষজন। সর্দারআটির রথযাত্রাকে ঘিরে ফুটে ওঠে যেন এক টুকরো সম্প্রীতির ছবি।

এ ব্যাপারে উত্তর চব্বিশ পরগনা জেলার সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক তথা হাড়োয়া বিধানসভার তৃণমূল নেতা আব্দুল হাই বলেন, আমাদের শাসন এলাকা বরাবরই সম্প্রীতির জায়গা। একটা সময় শাসনের নাম শুনলে মানুষজন ভয় পেতো। সেখানে পরিবর্তনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এর হাত ধরে আজ শাসন এলাকা শান্ত। আমাদের নেত্রীর দেখানো পথে শাসনে যেমন ঈদ উৎসবে আমরা শামিল হয়। তেমনি আজকে রথযাত্রা ও রথের মেলায় সকলেই অংশ নিচ্ছি। এটাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সম্প্রীতির বাংলা।

রাজ্য - এর থেকে আরোও খবর

Rath Yatra of harmony in governance Ranjit pulling the ropes of the chariot Abdul Haider

Leave a comment