Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে,  তথ্য ব্যাঘ্র প্রকল্পের হাতে

Bipasha Chakraborty

Published: 27 July, 2024, 07:55 PM
সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে,  তথ্য ব্যাঘ্র প্রকল্পের হাতে

 

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,সুন্দরবন : সুন্দরবনে রয়েল বেঙ্গলের সংখ্যা বাড়ায় খুশি বন দফতর থেকে শুরু করে পর্যটক ও পরিবেশ প্রেমীরা।দু বছর আগে সুন্দরবনে ১০১টি বাঘের থাকার কথা ঘোষণা করে ছিল কেন্দ্র। সেই সংখ্যা আরও কিছুটা বেড়েছে বলেই এবারে দাবি করলো সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আধিকারিক।গত নভেম্বর ডিসেম্বর মাসে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের তরফে ফের বাঘ গুনতে ক্যামেরা বসানো হয় সুন্দরবনের জঙ্গলে।

সেই ছবি বিশ্লেষণ করেই বন দফতরের দাবি, এক ধাক্কায় অনেকটাই বংশবৃদ্ধি ঘটেছে এই বাঘের। এক বছরের কম বয়সি শাবকদের গণনায় ধরা হয় না। এ বারের ছবিতে এই বয়সি বেশ কিছু শাবক দেখা গিয়েছে। পাশাপাশি, ১ থেকে ৩ বছর বয়সি বাঘের বাচচার ও দেখা মিলেছে। সেই সংখ্যাটা প্রায় ২০ শতাংশের কাছাকাছি। তবে সুন্দরবনের জঙ্গলে বর্তমানে বাঘের সঠিক সংখ্যা কত তা বলেননি বনকর্তারা।

সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জোন্স জাস্টিন বলেন,যখন বিড়াল প্রজাতির কোনো ও প্রাণী যথেষ্ট পরিমাণ শাবকের জন্ম দেয়, তখন বুঝতে হবে, তাঁরা নিরাপদ রয়েছে। সুস্থ প্রজনন করতে সক্ষম হচ্ছে। এ বারের ক্যামেরার ছবিতে আমরা জঙ্গলে প্রচুর ব্যাঘ্র শাবকের দেখা পেয়েছি।বাঘের সংখ্যা যেমন আগের তুলনায় কিছুটা বেড়েছে, তেমনই এত শাবকের কারণে আগামীতে বাঘের সংখ্যা আরও বাড়বে বলেই আমাদের অনুমান।

চার বছর অন্তর দেশে বাঘ গণনার কাজ হয়।সুন্দরবনের জঙ্গলে স্বয়ংক্রিয় ক্যামেরা বসিয়ে বাঘেদের গতিবিধির ছবি তোলা হয়। সেই ছবি বিচার-বিশ্লেষণ করে বাঘের সংখ্যা নির্ধারণ করে বন দফতর।দেশের সব ব্যাঘ্র প্রকল্পের তরফে এই কাজ করা হয়।কাজের শেষে বাঘের ছবি বিশ্লেষণ করে পাওয়া তথ্য প্রকাশ করে কেন্দ্রীয় সরকার।গত কয়েক টি বাঘসুমারিতেই সুন্দরবনে বাঘের সংখ্যা বাড়তে দেখা গিয়ে ছিলো। ২০১৮ সালে বাঘের সংখ্যা ছিল ৮৮টি। ২০২২ সালে তা আরও বেড়ে ১০১টি  হয়।

কেন্দ্রীয় গণনার পাশাপাশি সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের তরফেও প্রতি বছর নিজেদের মতো করে একই ভাবে জঙ্গলে ক্যামেরা বসিয়ে এলাকায় বাঘেদের পরিসংখ্যান তথ্য সংগ্রহ করা হয়।আর ব্যাঘ্র প্রকল্প সূত্রে জানা গেল, গত বছর নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে এই কাজ শুরু হয়ে ছিলো।

জঙ্গলের মোট ৭৩২টি জায়গা চিহ্নিত করে প্রতি জায়গায় দু’টি করে মোট ১৪৬৪টি স্বয়ংক্রিয় ক্যামেরা বসানো হয়।গত কয়েক মাস ধরে সেই ক্যামেরার ছবির ওপর বিশ্লেষণ করে এই তথ্য উঠে এসেছে তাদের কাছে।আর তাতেই খুশি সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের কর্তারা।আর এই বাঘের সংখ্যা বেড়ে চলায় খুশি পরিবেশ প্রেমীরা।তাদের মতে সঠিক বাস্তুতন্ত্র রক্ষা করতে গেলে জীব বৈচিত্রের ভারসাম্য রক্ষার খুব দরকার আছে।আর সুন্দরবনে বাঘের সংখ্যা বাড়ায় খুশি পর্যটক থেকে শুরু করে সুন্দরবন প্রেমী মানুষজন।

Leave a comment