Thu, September 19, 2024

ই-পেপার দেখুন

রাত পোহালেই স্বস্তির বৃষ্টি রাজ্যজুড়ে, বড় ঘোষণা হাওয়া অফিসের

ইমামা খাতুন

Published: 24 June, 2024, 07:25 PM
রাত পোহালেই স্বস্তির বৃষ্টি রাজ্যজুড়ে, বড় ঘোষণা হাওয়া অফিসের

 

 

পুবের কলম প্রতিবেদকঃ উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় মৌসুমী বায়ু প্রবেশ করলেও এখনো পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, বর্ধমান সহ পশ্চিমের কিছু স্থানে মৌসুমী বায়ু প্রবেশে  কিছুটা বিলম্ব আছে তবে  আগামী বুধ বৃহস্পতিবার নাগাদ দক্ষিণবঙ্গের সমগ্র এলাকাজুড়েই  মৌসুমী বায়ু প্রবেশ করবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর দক্ষিনবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে মৌসুমী বায়ু প্রবেশ করায় তীব্র দাবদাহ না থাকলেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে

এই মুহূতে উত্তরপ্রদেশ, রাজস্থান, ওড়িশা, ছত্তীসগড়, আসাম পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপরে ঘূর্ণাবত অবস্থান করছে ফলে আগামী তিন চার দিনের মধ্যেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি এলাকামৌসুমী প্রবেশ করতে পারে বলে জানা গিয়েছে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে আজ থেকে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে

সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার দমকা ঝড়ো হাওয়া বইতে পারে তবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত  বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলেও ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে

অন্যদিকে আজ মঙ্গলবার এবং আগামীকাল বুধবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই তিন জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি বৃহস্পতি শুক্রবার একইভাবে দার্জিলিং কালিম্পং বৃষ্টির পরিমাণ বেশি হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে ও দুই পার্বত্য জেলায়

 

Leave a comment