Sun, October 6, 2024

ই-পেপার দেখুন

সরকারের হস্তক্ষেপ, কয়েক ঘন্টার মধ্যেই কর্মবিরতি প্রত্যাহার 'জলসাথী' ও ভূতল পরিবহন কর্মীদের

ইমামা খাতুন

Published: 06 October, 2024, 05:54 PM
সরকারের হস্তক্ষেপ, কয়েক ঘন্টার মধ্যেই কর্মবিরতি প্রত্যাহার  'জলসাথী' ও ভূতল পরিবহন কর্মীদের

আইভি আদক: রাজ্য সরকারের হস্তক্ষেপে দ্রুত কাটলো অচলাবস্থা। উঠে গেল 'জলসাথী' ও ভূতল পরিবহন কর্মীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি। আন্দোলনকারীদের বোনাসের দাবিও মিটলো বলে দাবি করা হয়েছে। তবে, অন্যান্য দাবিদাওয়া নিয়ে পুজোর পরেই আলোচনার আশ্বাস মিলেছে। পুজোর আগেই সমস্যা মেটায় খুশি সকলেই। স্বস্তি ফিরল ফেরি যাত্রীদের। বেতন বৃদ্ধি, পুজোর পুরো বোনাস এবং স্থায়ীকরণের দাবিতে 'জলসাথী' ও ভেসেল কর্মীরা শনিবার বিকেল থেকে কর্মবিরতি শুরু করেন। এর জেরে বিপাকে পড়েন লঞ্চের যাত্রীরা। জানা গেছে, কোনওরকম প্রাথমিক নোটিশ ছাড়াই বেশ কিছু দাবিদাওয়াকে সামনে রেখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় ফেরি পরিষেবা। পুজোর মুখে এর জেরে বিপাকে পড়েন লঞ্চের নিত্যযাত্রী সহ সাধারণ মানুষ। অভিযোগ, দীর্ঘ ৭-৮ বছর ধরে কোনও বেতন বৃদ্ধি হয়নি এই অস্থায়ী কর্মীদের। পাশাপাশি, পুজোর সময় পুরো বোনাসের দাবিতে কর্মবিরতিতে শুরু হয়। চাকুরিতে স্থায়ীকরণেরও দাবি তোলেন তাঁরা। জলসাথী কর্মী রিয়া হালদার বলেন, আমরা ৭-৮ বছর ধরে চাকরি করলেও আমাদের বেতন বৃদ্ধি হয়নি। অন্যদের ধর্মীয় অনুষ্ঠানের ক্ষেত্রে যা বোনাস দেওয়া হয়েছে আমাদের সেই বোনাস দেওয়া হয়নি। আমাদের দাবি আমরা স্থায়ী কর্মী হতে চাই। সেই কারণেই আমরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে গিয়েছিলাম।

Leave a comment