Sat, September 28, 2024

ই-পেপার দেখুন

কেষ্ট ফিরতেই, কাজলের গলায় ভিন্ন সুর

Bipasha Chakraborty

Published: 26 September, 2024, 07:28 PM
কেষ্ট ফিরতেই, কাজলের গলায় ভিন্ন সুর

দেবশ্রী মজুমদার, বীরভূম: কেষ্ট ফিরতেই, কাজলের গলায় ভিন্ন সুর শোনা গেল নানুরে। নানুরের থুপসরা পঞ্চায়েতে এক দলীয় বৈঠকে বেসুরো কাজল। দুবছর পর কেষ্ট বীরভূমে আসতেই বৃহস্পতিবার জেলা তৃণমূল কোর কমিটির সদস‍্য কাজল সেখ নাম না করে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে হুঁশিয়ারি দিয়ে বলেন, "আমি পঞ্চায়েত থেকে পার্সেন্টেজ নিতে আসেনি। নদীর বালি থেকেও পয়সা নিতে আসেনি। সব খেলায় খেলতে জানি। দাবা খেলতে জানি, হাডুডু ও খেলতে জানি। পাঙ্গা নিতে এসো না, চুরি পরে বসে নাই, যেদিন গোটাবো, সেদিন গুটিয়ে দেবো। "


অনুব্রত মণ্ডল তিহার জেল থেকে জেলায় ফেরার পর, অসিত মাল, অভিজিৎ সিনহা, চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায় চৌধুরীর মত অন‍্যান‍্য নেতারা দেখা করতে এলেও,  কয়েকজন কেষ্ট মণ্ডলের সঙ্গে দেখা করতে আসেন নি। তাদের মধ‍্যে অন‍্যতম কাজল সেখ। আর তাতেই জেলা তৃণমূল কংগ্রেস স্পষ্ট বিভাজন নিয়ে জল্পনা শুরু হয়েছে জেলায়। প্রশ্ন উঠেছে তাহলে কী কাজল অনুব্রত দ্বৈরথ শুরু হতে চলেছে। দলীয় কর্মীদের বিপুল সমর্থনের মধ‍্যে দিয়ে কেষ্ট ফেরার পর দলীয় কর্মীদের এই চিন্তায় তাড়া করছে। কেষ্ট মণ্ডল যখন জেলের মধ‍্যে ছিলেন, কাজল সেখ গোটা জেলা দাপিয়ে বেড়িয়েছেন। ত্রিস্তর পঞ্চায়েত থেকে লোকসভায় তৃণমূল কংগ্রেস ভালো ফল করেছে।


অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়ের নব জোয়ারের মাধ‍্যমে কাজলের উত্থান শুরু। কিন্তু তখনই কেষ্ট অনুগামী কেরিম খানদের পিছনের সারিতে   রেখেছেন কাজল সেখ এমন অভিযোগ ইতিমধ‍্যে উঠতে শুরু করে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই। এখন দেখার সেই রেশ কতদিন চলে।


জেলায় ফিরেই বুধবার থেকে জেলা কার্যালয়ে নিয়মিত বসছেন কেষ্ট। যদিও তাঁকে এখনও দল তাঁকে  আগের পদে ফিরিয়ে আনে নি। ইতিমধ্যে কোর কমিটি নেতাদের ছবি সরিয়ে শুধুমাত্র অনুব্রত মণ্ডলের ছবি রাখা নিয়ে সমালোচনা করেন কাজল। অনুব্রত তার অভিভাবক। জেলায় দলকে তিল তিল করে তৈরি করেছেন এমনটা স্বীকার করেও, কোর কমিটির সদস‍্যদের ছবি দলীয় কার্যালয় থেকে সরানো নিয়ে প্রতিবাদে সরব হন কাজল।

Leave a comment