Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

রাজ্যে ঢুকল পদ্মার ইলিশ, খুচরো বাজারে চড়া দামে বিক্রির আশঙ্কা

ইমামা খাতুন

Published: 26 September, 2024, 06:49 PM
রাজ্যে ঢুকল পদ্মার ইলিশ, খুচরো বাজারে চড়া দামে বিক্রির আশঙ্কা

পুবের কলম, ওয়েবডেস্ক: খবর ছিলই। জল্পনা শেষ করে রাজ্যে ঢুকতে শুরু করেছে পদ্মার ইলিশ। আজ উত্তর ২৪ পরগনার পেট্রোপোল সীমান্ত দিয়ে প্রবেশ করেছে পদ্মার ইলিশ বোঝাই ট্রাক। বৃহস্পতিবার দুপুর ২ টো নাগাদ ইলিশ ভর্তি দুটো ট্রাক এদেশে পৌঁছায়।  যা পাইকারি বাজার থেকে পৌঁছে যাবে রাজ্যের বিভিন্ন খুচরো বাজারে। তবে এই ইলিশ গুলোর বাজার মূল্য কত হবে তা এখনও চূড়ান্ত হয়নি বলেই জানা গেছে। তবে যোগান কম থাকায় বাংলাদেশের ইলিশ মাছের দাম চড়া হতে পারে বলেই জানা গেছে। ঘটনাপ্রসঙ্গে ওয়েস্ট বেঙ্গল ফিস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সংবাদ মাধ্যমে জানান, চলতি বছর গত বছরের তুলনায় কম ইলিশ আমদানির অনুমতি দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন  সরকার। কিন্তু যা খবর পাচ্ছি বাংলাদেশের নদীতেও এবছর সেভাবে মাছ ধরা পড়ছে না। ফলস্বরূপ অনুমতি থাকলেও তারা পর্যাপ্ত মাছ পাঠাতে পারবে কিন আমাদের সন্দেহ। মাছের দাম কীরকম হতে পারে? সম্পাদক জানান, পাইকারি বাজারে মাছ নিলাম করে বিক্রি হয়। যা অবস্থা তাতে আমাদের ধারণা সেখানেই মাছ কেজি প্রতি ১৪০০ টাকা দামে বিক্রি হবে‌। আর খুচরো বাজারে যে যার মতো বিক্রি করবে। এবছর খুচরো বাজারে চড়া দামে ইলিশ বিক্রি হওয়ার সম্ভাবনাই বেশি। সূত্রের খবর, এদিন প্রথম দফায় দুটি ট্রাকে ৯ টনের কাছাকাছি ইলিশ নিয়ে আসা হয়। পরে ধাপে ধাপে আরও কয়েক টন ইলিশ ট্রাকে করে ভারতে আসে। 

Leave a comment