Sat, September 28, 2024

ই-পেপার দেখুন

উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ

ইমামা খাতুন

Published: 25 September, 2024, 08:40 PM
উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ

পুবের কলম প্রতিবেদকঃ প্রকাশিত হল উচ্চ প্রাথমিকের  ১২ টি বিষয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার মেধাতালিকা। চাকরিপ্রার্থীরা পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হয়েছে। বুধবার পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, গত ২৫ আগস্ট কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল, সেটা মেনেই প্যানেল এবং প্রভিশনাল ওয়েটিং লিস্ট প্রকাশ করা হল। তবে কবে থেকে কাউন্সেলিং শুরু হবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি। কমিশন সূত্রে খবর, পুজোর আগেই কাউন্সেলিং শুরু হয়ে যাবে। 


প্রায় এক দশক আগে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছিল। মেধাতালিকা প্রকাশিত হলেও দুর্নীতির অভিযোগ উঠেছিল। চলতি বছরের ২৮ আগস্ট কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে চার সপ্তাহের মধ্যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার মেধাতালিকা প্রকাশ করতে হবে। মেধাতালিকায় মোট ১৪,০৫২ জন প্রার্থীর নাম রাখার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। আগে মেধাতালিকায় ১২,৫৮৯ জনের নাম ছিল। সেইসঙ্গে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় যে ১,৪৩৬ জনের নাম বাদ পড়েছিল, তাঁদেরও নয়া মেধাতালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছিল। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল সহ অন্যান্য চাকরিপ্রার্থীরা বলেন, আমরা এসএসসি’র চেয়ারম্যানকে অনুরোধ করবো, যাতে পুজোর আগে কাউন্সেলিং করা যায়।

Leave a comment