Sat, September 28, 2024

ই-পেপার দেখুন

মালদার বন্যাদূর্গত মানুষদের ঔষধ-খাদ্যসমগ্রী বিলি

Kibria Ansary

Published: 15 September, 2024, 04:10 PM
মালদার বন্যাদূর্গত মানুষদের ঔষধ-খাদ্যসমগ্রী বিলি

রহমতুল্লাহ, সাগরদিঘী: চরম বৃষ্টি এবং প্রাকৃতিক দূর্যোগকে উপেক্ষা করেই মালদার বন্যাদূর্গত অঞ্চলে ত্রাণ নিয়ে পৌঁছালো সাগরদিঘীর এক স্বেচ্ছাসেবী সংগঠন উইনার ওয়েল ফেয়ার ট্রাস্টের সদস্যরা। চরম বৃষ্টি ও ভাঙ্গনের ফলে বন্যায় প্লাবিত মালদার মানিকচক ব্লকের বিস্তীর্ণ অঞ্চল যার ফলে ক্ষতিগ্রস্ত মালদার ভুতনি সহ বহু গ্রাম। জলের মধ্যেই আটকে পড়েছে বহু পরিবার। যার ফলে চরম অসুবিধের মধ্যে দিন কাটাচ্ছেন তারা। জলের মধ্যেই কোনরকমে দিন কাটছে তাদের, জুটছে না রুটি রুজি। কমিউনিটি কিচেন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর মাধ্যমেই পৌঁছাচ্ছে সাহায্য। শনিবার সাগরদিঘী থেকে মালদার ভূতনি এলাকার বন্যা কবলিত মানুষদের জন্য ত্রাণসামগ্রী নিয়ে পৌঁছালো সাগরদিঘীর অন্যতম সমাজসেবী সংগঠন উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট। বন্যাকবলিত মানুষদের হাতে তুলে দেওয়া হয় শুকনো খাবার সঙ্গে ঔষধ মহিলাদের জন্য দেন ন্যাপকিন, ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস, সুমন শরীফ ও অন্যান্য সদস্য রহমতুল্লাহ, রাহুল ভকত,সামাদ সেখ,উজির সেখ সহ প্রায় ২০জন মিলে ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছায় মালদায়।

রাজ্য - এর থেকে আরোও খবর

Distribution medicines and food items Malda flood affected people

Leave a comment