Sat, September 21, 2024

ই-পেপার দেখুন

বিজেপির ডাকা বনধে দ: ২৪ পরগনায় অশান্তি, বন্ধ ট্রেন চলাচল...ভোগান্তির শিকার সাধারণ মানুষ

ইমামা খাতুন

Published: 28 August, 2024, 03:01 PM
বিজেপির ডাকা বনধে দ: ২৪ পরগনায়  অশান্তি, বন্ধ ট্রেন চলাচল...ভোগান্তির শিকার সাধারণ মানুষ

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : বিজেপির ডাকা বাংলা বনধের সমর্থন করতে সকাল থেকেই বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ থেকে শুরু করে রেল অবরোধে নেমে পড়ে বিজেপি কর্মী সমর্থকরা। রেল অবরোধের জেরে কার্যত শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত।



বুধবার সকালে শিয়ালদহ দক্ষিন শাখার সূর্যপুর,গোচরন, দক্ষিণ বারাসাত,জয়নগর মজিলপুর, মথুরাপুর,মাধবপুর,লক্ষ্মীকান্তপুর,করঞ্জলী,কাকদ্বীপ, নামখানা, রাধানগর,মগরাহাট,ডায়মন্ড হারবার,বারুইপুর, সুভাষগ্রাম,ক্যানিং, চাম্পাহাটি সহ একাধিক রেল স্টেশনে রেল অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকেরা।



আর এর প্রভাবে শিয়ালদহ দক্ষিণ শাখায় নামখানা, ডায়মন্ড হারবার,ক্যানিং লোকাল বেশ কিছু জায়গায় আটকে পড়ে বলে জানা গিয়েছে। যদি ও বিভিন্ন স্টেশনে এই রেল অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে রেল পুলিশের একাধিক আধিকারিক ও রাজ্য পুলিশের আধিকারিকদের সঙ্গে আন্দোলন কারীদের বচসা শুরু হয়।



রেল লাইনের ওপর কলাপাতা দিয়ে আন্দোলন করছে বিজেপি কর্মী সমর্থকেরা। বিজেপির একাধিক কর্মী সমর্থক এ বিষয়ে জানান, গতকাল নবান্ন অভিযানকে কেন্দ্র করে ছাত্রদের ওপর পুলিশ হামলা চালিয়েছে, সেই হামলার প্রতিবাদে গতকাল বিকেলে লালবাজার অভিযান করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।


বিজেপি রাজ্য সভাপতি লাল বাজার অভিযানের পর আজ ১২ ঘন্টা বাংলা বনধের ডাক দেওয়া হয়। দিকে দিকে বিজেপি কর্মী সমর্থকরা রাজপথ থেকে শুরু করে রেলপথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। আরজিকর কাণ্ডে এখনো অধরা রয়েছে অভিযুক্তরা। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবী চাইছি আমরা। বিজেপি কর্মী সমর্থকদের এই অবরোধের যে কার্যত ভোগান্তির শিকার হয়েছে এদিন নিত্যযাত্রীরা।



শিয়ালদহ দক্ষিণ শাখার নামখানা লাইনে দক্ষিণ বারাসাত ও জয়নগর মজিলপুর স্টেশনে জয়নগর থানার আই সি পার্থ সারথি পাল সহ বিশাল পুলিশ বাহিনী ও বারুইপুর জিআরপি ও আরপিএফ এর পুলিশকর্মীদের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের বচসা হয়।এর পরে লাঠি উচিয়ে অবরোধকারীদের ছত্তভঙ্গ করে পুলিশ।



খবর লেখা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয় নি শিয়ালদহ দক্ষিন শাখায়।এদিন এই রেল অবরোধকে কেন্দ্র করে চরম উত্তেজনা তৈরি হয় শিয়ালদহ দক্ষিণ শাখার বারুইপুর রেল স্টেশনে।এখানে অবরোধকারীদের মারধর করে রেললাইন থেকে তুলে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল নেতা জয়ন্ত ভদ্রের বিরুদ্ধে।


বিজেপি কর্মী সমর্থকেরা যখন বারুইপুর রেলস্টেশনের কাছে অবরোধ করছিল সেই সময় তৃণমূল নেতা তথা জেলাপরিষদের মৎস কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র তাঁর দলবল নিয়ে সেখানে পৌঁছায় এবং আন্দোলনকারীদের মারধর করে অবরোধ তুলে দেয় বলে অভিযোগ।



যদিও এই বিষয় জয়ন্ত ভদ্র বলেন, মানুষের অসুবিধা করে কোন আন্দোলন করা যাবে না। মানুষ অসুবিধার মধ্যে রয়েছে কলকাতায় যেতে পারছে না। তাই আমরা এসে শান্তিপূর্ণভাবে এই অবরোধ তুলেছি।তবে এদিন জয়নগরে ব্যাংক,এল আই সি, গ্যাস অফিস সহ সরকারি অফিস বন্ধ করতে গেলে পুলিশের সাথে হাতাহাতি ও বচসা ঘটে।




বেশ কয়েকজন কে জয়নগর থানার পুলিশ গ্রেফতার করে জয়নগর থানায় নিয়ে যায়।দুপুর ১২ টা পর্যন্ত জয়নগর থানার পুলিশ ১৭ জন বিজেপি কর্মী সমর্থকদের গ্রেফতার করে বলে জানা গেল।তবে এদিন জয়নগর, বহড়ু,দক্ষিন বারাশত,নিমপীঠ, রায়দীঘি, মথুরাপুর,সহ বিভিন্ন এলাকায় বাজার, দোকান বেশিরভাগ খোলা ছিলো।




অফিস কাছারি, স্কুল কলেজ খোলা ছিলো।রাস্তায় অন্যদিনের তুলনায় গাড়ি চলাচল তবে কম ছিলো।তবে মোটের ওপর বিজেপির এই ১২ ঘন্টার বনধকে কেন্দ্র করে জেলার বিভিন্ন প্রান্তে অশান্তির ছবি ফুটে উঠছে।

Leave a comment