Sat, September 21, 2024

ই-পেপার দেখুন

বিজেপির কাছ থেকে কাশীনগর পঞ্চায়েত ছিনিয়ে নিল তৃণমূল

Bipasha Chakraborty

Published: 12 July, 2024, 08:02 PM
বিজেপির কাছ থেকে কাশীনগর পঞ্চায়েত ছিনিয়ে নিল তৃণমূল

 

 

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, রায়দীঘি: কাশিনগর পঞ্চায়েত বিজেপির হাত থেকে এবারে দখল করলো তৃণমূল কংগ্রেস।লোকসভা নির্বাচনের পর থেকেই বিরোধী শিবিরে একের পর এক ভাঙ্গন দেখা গেছে। রায়দীঘি বিধানসভার কৃষ্ণচন্দ্রপুর পঞ্চায়েতের পর এবারে কাশিনগর গ্রাম পঞ্চায়েত দখল নিলো তৃণমূল। এই পঞ্চায়েতের বিজেপির প্রধান যোগদান করল শাসক দলে যার ফলে পঞ্চায়েত এখন শাসক দলের দখলে চলে গেল।

২০২৩ সালে রায়দিঘি বিধানসভার কাশিনগর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করেছিল বিরোধীরা। যেখানে মোট ১২ টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল ৩ টি আসনে, সিপিএম পেয়েছিল একটি, নির্দল একটি ও বিজেপি পেয়েছিল সাতটি আসন। পরবর্তী সময়ে নির্দলের জয়ী সদস্য যোগদান করে শাসক দলে। ও বিজেপি পরিচালিত এই পঞ্চায়েতের উপপ্রধান যোগদান করে শাসক দলে।

শুক্রবার  মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদারের হাত ধরে পঞ্চায়েতের প্রধান বিজেপির  বর্ণালী বাগ শাসক তৃনমূলের দলে যোগদান করার ফলে তৃণমূলের আসন সংখ্যা বেড়ে হয় ৬ টি,আর  সিপিএম একটি ও বিজেপি পাঁচটি।এদিন থেকেই কাশিনগর গ্রাম পঞ্চায়েত শাসক দলের দখলে গেল।

এদিন সাংসদ বাপি হালদার,বিধায়ক ডা: অলক জলদাতা, জেলা পরিষদ সদস্য উদয় হালদার সহ একাধিক নেতৃবৃন্দের উপস্থিতিতে তৃনমূলে যোগদান করে কাশীনগর পঞ্চায়েতের বিজেপির প্রধান বর্ণালী বাগ জানান, আমি স্বইচ্ছায় মানুষের কাজ করার জন্যই তৃনমূল কংগ্রেসে যোগদান করলাম। এই বিষয় নিয়ে রায়দিঘির বিধায়ক ডা: অলক জলদাতা বলেন, তৃণমূলের উন্নয়নে শামিল হতেই প্রধান উপপ্রধান সহ অনেকেই যোগদান করেছে তৃণমূল কংগ্রেসে।

সাংসদ বাপি হালদার বলেন,মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতেই বিজেপি থেকে তৃনমূলের সদস্য হলো প্রধান বর্ণালী বাগ।তাকে আমাদের দলে স্বাগত।এবারে এই পঞ্চায়েতে উন্নয়নের জোয়ার বইবে।

Leave a comment