Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

হাসপাতালে শীর্ষেন্দু মুখোপাধ্যায়, অবস্থা স্থিতিশীল

Kibria Ansary

Published: 18 June, 2024, 07:41 PM
হাসপাতালে শীর্ষেন্দু মুখোপাধ্যায়, অবস্থা স্থিতিশীল

পুবের কলম, ওয়েবডেস্ক: হাসপাতালে ভর্তি জনপ্রিয় কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। গতকাল হঠাৎ করেই হাসপাতালে ভর্তি করা হয় দুই বাংলার জনপ্রিয় কথাসাহিত্যিক। তবে অবস্থা আপাতত স্থিতিশীল বলেই জানা গেছে। এদিন সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শীর্ষেন্দু কন্যা দেবলীনা জানান, রুটিন চেকআপের জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। বুকে একটি পেসমেকার বসানো ছিল, সেটি বদলানো হয়েছে। সোমবারই সেটি হয়ে গেছে। এখন অনেকটাই সুস্থ তিনি। জেনারেল বেডেই রাখা হয়েছে তাকে। সাধারণত রোগীর শরীরে পেসমেকার বসানো থাকলে, তা নির্দিষ্ট সময় পরপর বদলে নিতে হয়। পেসমেকারের কারণে বর্ষীয়ান লেখকের যাতে অন্য কোনো শারীরিক সমস্যা তৈরি না হয়, তাই তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। পেসমেকার বদলানোর পর সামান্য শ্বাসকষ্ট হচ্ছিল বলে হাসপাতাল সূত্রে খবর। তবে পরিস্থিতি এখন অনেকখানি স্বাভাবিক। ৮৮ বছরের সাহিত্যিক দিন দুয়েকের মধ্যেই ফিরতে পারবেন বাড়ি।

শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য গল্প ও উপন্যাস লিখেছেন শীর্ষেন্দু। ১৯৮৮ সালে মানবজমিন উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। ছোটদের জন্য লেখা উপন্যাসের মধ্যে মনোজদের অদ্ভুত বাড়ি, গোসাঁই-বাগানের ভূত জনপ্রিয়। শবর দাশগুপ্ত তার সৃষ্ট অন্যতম জনপ্রিয় চরিত্র। তার মনোজদের অদ্ভুত বাড়ি নিয়ে তৈরি সিনেমাতেই কাজ করেছিলেন বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা রায়। কাকতালীয়ভাবে দুজনে বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন।

রাজ্য - এর থেকে আরোও খবর

Thirshendu Mukherjee is in hospital his condition is stable

Leave a comment