Tue, October 1, 2024

ই-পেপার দেখুন

কর্মবিরতির জেরে শিকেয় চিকিৎসা, দ্রুত কাজে ফিরতে আবেদন জানালেন মুখ্যমন্ত্রী

Kibria Ansary

Published: 14 August, 2024, 09:55 PM
কর্মবিরতির জেরে শিকেয় চিকিৎসা, দ্রুত কাজে ফিরতে আবেদন জানালেন মুখ্যমন্ত্রী

পুবের কলম, ওয়েবডেস্ক: আরজি কর কাণ্ডের জেরে কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসক এবং ইন্টার্নরা। স্বাভাবিক ভাবেই রাজ্যের চিকিৎসা ব্যবস্থা কার্যত স্তব্ধ। হয়রানির শিকার হচ্ছেন রোগীরা। বুধবার দিনভর কর্মবিরতির জেরে আউটডোর পরিষেবা কার্যত স্তব্ধ ছিল। বৃহস্পতিবারও পরিস্থিতির উন্নতি হওয়ার বিশেষ সম্ভাবনা নেই। এই পরিস্থিতিতে চিকিৎসকদের কাজে ফেরার জন্য আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বললেন, “বারবার আবেদন করছি চিকিৎসকদের যারা এখনও ডিউটি জয়েন করেননি। ইতিমধ্যেই ৩ জনের মৃত্যু হয়েছে বিনা চিকিৎসায়। এর মধ্যে একটি শিশু এবং অন্তঃসত্ত্বা মহিলাও রয়েছে। সাধারণ মানুষের সামনে দাঁড়িয়ে বলছি, আপনারা কিন্তু চিকিৎসা দিতে অঙ্গীকারবদ্ধ। পাঁচ দিন তো হয়ে গেল এবার পরিষেবা দিন। চিকিৎসাটা দিন।”

রাজ্য - এর থেকে আরোও খবর

Chief Minister appealed get medical treatment due to the strike to return to work soon

Leave a comment