পুবের কলম প্রতিবেদক: গুটখা ও পান মশলা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
তাই আগের মতো ফের বাংলায় গুটখা ও পান মশলা বিক্রিতে নিষেধাজ্ঞা বহাল থাকছে। আপাতত ১ বছরের জন্য গুটখা, পান মশলা বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। জানা গিয়েছে, ৭ নভেম্বর থেকে কার্যকর করা হবে এই নয়া নির্দেশিকা।
READ MORE: রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সাক্ষাৎ সমঝতা নয়, রাজনৈতিক পরিপক্কতা: ডি-ওয়াই চন্দ্রচূড়
২৪ তারিখে জারি হওয়া রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের কথা ভেবেই গুটখা এবং পান মশলায় বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ২০১১ সালের খাদ্য সুরক্ষা ও গুণমান বিধির বিক্রিয় সংক্রান্ত নিয়ন্ত্রণ এবং নিষেধাজ্ঞার বিভিন্ন ধারা মেনে এই পদক্ষেপ করা হয়েছে বলে জানানো হয়েছে।
1 Comment
Pingback: ২২, ২৪ ,এবার ২৬- রাজ্যে ক্রমশ পিছচ্ছে বিজেপির ক্ষমতায় আসার দিন: কুণাল ঘোষ