Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

সিবিআই তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, শুনানি মঙ্গলবার

Kibria Ansary

Published: 12 August, 2024, 02:03 PM
সিবিআই তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, শুনানি মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তের দাবি আগেই উঠেছে। তরুণী চিকিৎসকে খুনের ঘটনায় এবার সিবিআই তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। শুধু সিবিআই নয়, অন্য কোনও নিরপেক্ষ সংস্থাকে এই ঘটনার তদন্তভার দিতে হবে বলেই আর্জি জানানো হয়েছে। আগামিকাল, মঙ্গলবার এই মামলার শুনানি হতে পারে। এই মামলায় রাজ্যের প্রতিটি হাসপাতালে সিসিটিভি ব্যবস্থা সহ একাধিক দাবিও জানানো হয়েছে। এখনও পর্যন্ত মোট তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা কৌস্তভ বাগচী, আইনজীবী ফিরোজ এডুলজি তিনটি পৃথক মামলা দায়ের করেন। প্রতিটি মামলাই প্রধান বিচারপতির এজলাসে দায়ের করা হয়েছে।

তরুণী চিকিৎসক-পড়ুয়াকে ধর্ষণ-খুনের ঘটনায় 'নো সেফটি, নো ডিউটি' স্লোগান তুলে কর্মবিরতির ডাক দিয়েছেন বাকি পড়ুয়ারা। শুধু আর জি করের ছাত্র-ছাত্রীরাই যে আন্দোলনে নেমেছেন এমনটা নয়, অন্যান্য একাধিক মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের পড়ুয়ারাও বিক্ষোভে শামিল হয়েছেন। তাঁদের মিলিতভাবে দাবি, এই ঘটনার সিবিআই তদন্ত চাই এবং অভিযুক্তকে ফাঁসি দিতে হবে। সেই পরিস্থিতির মধ্যে এবার কলকাতা হাইকোর্টে আর জি কর ইস্যুর জল গড়িয়ে গেল। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে মামলা করা হয়েছে।

রাজ্য - এর থেকে আরোও খবর

case filed in Calcutta High Court demanding CBI Investigation RG Kar Medical College and Hospital

Leave a comment