Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

চলতি বর্ষে ৯৩০ কোটি টাকার বৃত্তি প্রদান সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের

ইমামা খাতুন

Published: 04 August, 2024, 01:52 PM
চলতি বর্ষে ৯৩০ কোটি টাকার বৃত্তি প্রদান সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের

 

আবদুল ওদুদ: চলতি বর্ষে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম ৪৩ লক্ষ ৯০ হাজার পড়ুয়াকে সরকারি বৃত্তি প্রদান করেছে। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে ২০২৩-২৪ বর্ষে লক্ষ্যমাত্রা ছিল ৪৩ লক্ষ ৯৫ হাজার তাতে দেখা যাচ্ছে সেই লক্ষ্য মাত্রাকে ছুঁয়ে ফেলেছে সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম।

দেখা গিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ঐক্যশ্রী প্রকল্পের অধীনে প্রিম্যাট্রিক প্রকল্পের ৩৬ লক্ষ পড়ুয়াকে বৃত্তি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। তার মধ্যে দেখা যাচ্ছে ৩৬ লক্ষ ৪২ হাজার ৭৫৬ জনকে বৃত্তি প্রদান করা হয়েছে। ঐক্যশ্রী পোস্ট ম্যাট্রিকে ৩.৫ লক্ষ পড়ুয়াকে বৃত্তি দেওয়া হয়েছে। ঐক্যশ্রী মেরিট কাম মিনস স্কলারশিপ দেওয়া হয়েছে ১২,৫২২ জনকে।

সরকারি বৃত্তি দেওয়া কথা ছিল ১ লক্ষ ৫০ হাজার পড়ুয়াকে সেখানে দেওয়া হয়েছে ২ লক্ষ ২৯,৫৮৬ জনকে। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ দেওয়া হয়েছে ১ লক্ষ ২০২৮ জনকে। রাজ্য সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা এডুকেশন বিভাগের অধীনে থাকা সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম ২০২৩-২৪ অর্থবর্ষে ৯৩০ কোটি ৫২ লক্ষ টাকার সরকারি বৃত্তি প্রদান করেছে পড়ুয়াদের।   
প্রসঙ্গত, সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম প্রতি বছর সমাজের পিছিয়েপড়া পড়ুয়াদের পড়াশোনা এগিয়ে যাওয়ার জন্য বৃত্তি প্রদান করে আসছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ জানিয়ে নিজেই ঐক্যশ্রী প্রকল্প চালু করেন।

এই প্রকল্পের অধীনে প্রথম শ্রেণী থেকে পিএইচডি ডিগ্রি পর্যন্ত পড়ুয়াদের এই বৃত্তি দিয়ে আসছে। প্রতি বছর লক্ষ লক্ষ পড়ুয়া এর দ্বারা উপকৃত হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন অর্থের অভাবে  কারোর যাতে পড়াশোনা বন্ধ না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। তারই ফলস্বরূপ এই ঐক্যশ্রী প্রকল্প। কেন্দ্রীয় সরকার বৃত্তির অর্থ বন্ধ করে দিলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার নিজেই বৃত্তি প্রদানের ব্যবস্থা করেছে।   
তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে ২০১১-২৪ সাল পর্যন্ত ৪ কোটি ৯ লক্ষ পড়ুয়াকে ৮ হাজার ৫৫৩ কোটি ৯৫ লক্ষ টাকা বৃত্তি দেওয়া হয়েছে। যা দেশের মধ্যে প্রথম। পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনও রাজ্য এত বিপুল অঙ্কের অর্থ সংখ্যালঘু পড়ুয়াদের বিতরণ করেনি। যা সর্বকালীন রেকর্ড। সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম ২০২৪-২৫ অর্থবর্ষে প্রায় ৪৫ লক্ষ পড়ুয়াকে সরকারি বৃত্তি প্রদান করবেন বলে জানিয়েছে।  
 

Leave a comment