Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

মুখ দিয়ে ছবি একে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাম তুললো সুন্দরবনের এক যুবক

Kibria Ansary

Published: 02 August, 2024, 12:53 PM
মুখ দিয়ে ছবি একে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাম তুললো সুন্দরবনের এক যুবক

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সুন্দরবন: ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাম তুললো সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম এলাকার এক যুবক। কথায় আছে ইচ্ছে থাকলে উপায় হয়,আর সেই  ইচ্ছে শক্তি দিয়ে কত কিছুই না করা যায়, এবার সেই ইচ্ছে শক্তি এনে দিল জীবনের বড় সাফল্য। হাত নয়, মুখ দিয়ে তুলি ধরে ফুটিয়ে তুলেছেন বিবেকানন্দের মূর্তি। সময় ১ মিনিট ৫৮ সেকেন্ড। স্বল্প সময়ের ছবি এঁকে নাম তুলেছেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে এক যুবক। সুন্দরবনের প্রত্যন্ত এলাকা পাথর প্রতিমা ব্লকের রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের উচ্চ মাধ্যমিক পাস সমর মন্ডল।
ইতিমধ্যে এলাকার সম্মান রক্ষা করেছে খুশি এলাকার মানুষ।

উল্লেখ্য, এই সমর প্রান্তিক কৃষিজীবী পরিবারের পরিবারের সন্তান, বাবার দিনমজুরির উপর নির্ভর করে উচ্চ মাধ্যমিক পাশ করে, তবে সমরের ছোটবেলা থেকে ছিল ছবি আঁকা ও গান বাজনার প্রতি আকর্ষণ। বাবার লোকের বাড়িতে দিনমজুরি করা পয়সা থেকে ছবি আঁকার শিক্ষকদের পয়সা জুগিয়েছে। কোন কোন সময় পয়সা দিতে না পারলে ও শিক্ষকেরা সমরকে সাহায্য করেছে বলে সমরের উক্তি। লেখাপড়ার সঙ্গে সঙ্গে ছবি আঁকা, তবলা বাজানোর মহড়া চলতে থাকে, বাজনা এবং ছবি আঁকা দুটোতেই পারদর্শী হয়ে ওঠে সমর। শেষ পর্যন্ত মনের অদম্য ইচ্ছায় ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলে সুন্দরবনের রামগঙ্গার নাম লোকের মুখে মুখে ছড়িয়ে দিল। বৃহস্পতিবার পোস্ট অফিস থেকে এসে পৌঁছায় ইন্ডিয়া বুক অফ রেকর্ড এর মেডেল এবং বিভিন্ন উপহার ও সার্টিফিকেট। খুশি এলাকার মানুষ, খুশির সমরের পরিবার।

রাজ্য - এর থেকে আরোও খবর

young man Sundarbans Indian Book of Records photographing

Leave a comment