Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা দফতরের নয়া সচিব পিবি সালিম

ইমামা খাতুন

Published: 01 August, 2024, 01:41 PM
সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা দফতরের নয়া সচিব পিবি সালিম

পুবের কলম,ওয়েবডেস্ক:   বুধবার রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক দফতরের সচিব পর্যায়ে পরিবর্তন করল নবান্ন। কাউকে এক দফতর থেকে অন্য দফতরে সরানো হয়েছে। কাউকে আবার আগের দায়িত্বে বহাল রেখে অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার দায়িত্ব বৃদ্ধি পেয়েছে দক্ষ আইএএস পিবি সালিমের। তিনি কেরলের ভূমিপুত্র হলেও পশ্চিমবাংলার মানুষের সঙ্গে হৃদ্যতার সঙ্গে মিশে গিয়েছেন। সংখ্যালঘুদের উন্নয়নের দিকে তিনি বরাবরই সজাগ দৃষ্টি রাখেন। আগেকার দফতরগুলির সঙ্গে তাঁকে এ বার সামলাতে হবে সংখ্যালঘু  এবং মাদ্রাসা শিক্ষা দফতরের কাজও।

মাইনোরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্টের সচিব করা হয়েছে তাঁকে। সালিম মুখ্যমন্ত্রীর দফতরের সমন্বয় সচিব। তা ছাড়া রাজ্য বিদ্যুৎ পর্ষদের অধিকর্তা। সেই দায়িত্বের পাশাপাশি সংখ্যালঘু দফতরের নতুন দায়িত্ব সামলাতে হবে তাঁকে।  
শিক্ষা দফতরের প্রধান সচিব ছিলেন মণীশ জৈন। তাঁকে শিক্ষা থেকে সরিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের সচিব করা হয়েছে। শিক্ষা দফতরের নতুন প্রধান সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে বিনোদ কুমারকে। বিনোদ আগে ছিলেন পুর ও নগরোন্নয়ন দফতরের সচিব। পুর ও নগরোন্নয়ন দফতরের নতুন সচিব করা হয়েছে দক্ষ আইএএস গোলাম আলি আনসারিকে। 
 

Leave a comment