Mon, September 30, 2024

ই-পেপার দেখুন

হাসপাতালের গাফিলতিতে রোগীর মৃত্যু, উত্তেজনা

Bipasha Chakraborty

Published: 29 July, 2024, 08:12 PM
হাসপাতালের গাফিলতিতে রোগীর মৃত্যু, উত্তেজনা

দেবশ্রী মজুমদার, রামপুরহাট:  চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের কর্তব্যে গাফিলতিতে মৃত্যু হল এক ষাটোর্ধ্বের। এমনই অভিযোগ পরিবারের। ঘটনার পর হাসপাতালে বিক্ষোভ দেখান মৃতের পরিবারের লোকজন। হাসপাতালের এম এস ভি পির কাছে লিখিত অভিযোগ দায়ের করেন মৃতের পরিবার।

ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে। শনিবার শ্বাসকষ্ট নিয়ে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হন মল্লারপুরের বাসিন্দা রাজেন্দ্র প্রসাদ দত্ত।

সোমবার তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে জেনারেল বিভাগ থেকে সিসিইউতে স্থানান্তরিত করা হয়। সেই মতো দুপুরে ওই রোগীকে জেনারেল ওয়ার্ড থেকে সিসিইউতে নিয়ে যাওয়া হচ্ছিল।

রোগীর পরিবারের অভিযোগ, সিসিইউতে নিয়ে যাওয়ার সময় রোগীকে যে অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়েছিল সেই সিলিন্ডারে অক্সিজেন ছিল না। ফলে অক্সিজেন না পেয়ে মৃত্যু হয়েছে রোগীর। এই অভিযোগে হাসপাতালে অসন্তোষ ছড়িয়ে পড়ে রোগীর পরিবারের সদস্যদের মধ্যে। তারা হাসপাতালের পরিষেবা নিয়ে চিৎকার শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রামপুরহাট থানার পুলিশ। পরে হাসপাতালের এমএসভিপির পলাশ দাস রোগীর পরিবারের সদস্যদের কাছে গিয়ে জোর হাত করে ক্ষমা চেয়ে শান্ত করেন। এরপরেই বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পলাশ দাস বলেন, “আমি চিৎকার শুনে সেখানে যায়। আমি পরিবারের সদস্যদের লিখিত অভিযোগ দায়ের করার পরামর্শ দিয়েছি। তদন্তর পর কি ঘটেছিল জানা যাবে”।

মৃতের মেয়ে বেবি মণ্ডল বলেন, “বাবার সুগার ছিল। শনিবার বাবাকে ভর্তি করি। সোমবার চিকিৎসক বাবাকে সিসিইউতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু হাসপাতালে তিনঘণ্টা ধরে কোন স্টেচার পাওয়া যায়নি। জখন পাওয়া গেল তখন আবার অক্সিজেনের খালি সিলিন্ডার লাগিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। ফলে সিসিইউতে নিয়ে যাওয়ার পথেই বাবার মৃত্যু হয়। এরজন্য দায়ি হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা এই ঘটনার তদন্ত চাই”।

Leave a comment