Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

আলিয়ায় পুবের কলম-এর অনুষ্ঠানে সম্প্রীতির ঝলক

Bipasha Chakraborty

Published: 29 September, 2024, 02:00 PM
আলিয়ায় পুবের কলম-এর অনুষ্ঠানে সম্প্রীতির ঝলক
পুবের কলম প্রত্রিকার সীরাত সংখ্যার উদ্বোধন-বক্তব্য রাখছেন প্রত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান।

শনিবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাস অডিটোরিয়ামে পুবের কলম ও একটি কুসুমের উদ্যোগে অনুষ্ঠিত হল রাসূল সা.-এর জীবন ও শিক্ষা নিয়ে আলোচনা। এদিন পুবের কলম-এর সীরাত সংখ্যার উদ্বোধন হয় আনুষ্ঠানিকভাবে।








এই মঞ্চ থেকেই তৃণমূল সাংসদ সৌগত রায় গাজায় ফিলিস্তিনি নরসংহারের বিরুদ্ধে গর্জে উঠলেন। ইসরাইল ইতিমধ্যে গত ১১ মাসের বেশি সময়ে ৪২ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে নৃশংসভাবে। শিশুনারীবৃদ্ধ বেসামরিক মানুষকে কোনও ছাড় দেওয়া হয়নি। মানবতার এই নরসংহার ঘটাচ্ছে যায়নবাদী ইসরাইল। ইসরাইলের এমন হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানান সৌগত রায়। গাজায় গণহত্যা নিয়ে খুব কম সংখ্যক সাংসদই সরব হয়েছেন। তবে সৌগত রায় নিজের ব্যতিক্রমী পরিচয় দিলেন। সাংসদ বলেনআমি পুবের কলম আয়োজিত নবীকে নিয়ে আলোচনার মঞ্চ থেকে এই নরসংহারের তীব্র নিন্দা জানাচ্ছি।



পাশাপাশি বিশ্বে শান্তি আনতে ইসলামের সাম্যবাদের প্রয়োজন আছে বলে জানান তিনি। সাংসদ বলেন, ইসলাম একটি সাম্যবাদী ধর্ম। এখানে একজন ছেড়া জামা পরে থাকা ব্যক্তিও ভালো পোশাক পরিহিত ব্যক্তির পাশে দাঁড়াতে পারে। নামাযের সময় এমনটা দেখা যায়। এইজন্যই ইসলাম ছড়িয়েছে। ইসলাম তরবারির জোরে ছড়ায়নি।

পুবের কলম সম্পাদক আহমদ হাসান ইমরান এ ধরনের অনুষ্ঠানের প্রয়োজনীয়তার কথা বলতে গিয়ে জানান, আমাদের অনুষ্ঠানে শুধু মুসলিমরা উপস্থিত থাকেন না। অমুসলিম ভাইবোনেরাও সমান আগ্রহ নিয়ে হাজির হন। রাসূলের শানে নাত পরিবেশনকারীরা বেশিরভাগই হিন্দু।




এদিন ঠাকুরপুকুরের সোনার তরী সংস্থার পক্ষ থেকে কাজী নজরুলের লেখা নাত-এ-রাসূল পরিবেশন করেন সাহানারা খাতুনকাজল মজুমদারমীরা দাসকেয়া চক্রবর্তীসুমিতা সরকার, বেবি দাস, রীতা চ্যাটার্জি, অনিতা দাস, সাগরিকা ঘোষ, শ্যামলী মণ্ডল, উষা রায়, প্রণতি মুখার্জি, রণিতা ব্যানার্জি প্রমুখ। এছাড়াও নজরুলের নাত পরিবেশন করেন সোমঋতা মল্লিক, নূপুর কাজী।










Leave a comment