Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

বাংলা ভাগ হবে না: গর্জে উঠলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়

Kibria Ansary

Published: 27 July, 2024, 10:29 PM
বাংলা ভাগ হবে না: গর্জে উঠলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়

পুবের কলম, ওয়েবডেস্ক: পদ্ম নেতাদের বাংলা ভাগের দাবি নিয়ে এবার মুখ খুললেন বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। বাংলাকে ভাগ করা সম্পূর্ণ রাজনৈতিক চাল বলে মন্তব্য করেছেন বিশিষ্ট বাঙালি সাহিত্যিক। শীর্ষেন্দু মুখোপাধ্যায় বললেন, "বাংলা ভাগ হবে না। বাংলা ভাগ হতে গেলে সাংঘাতিক অবস্থা হবে। এই সব প্রস্তাব মাঝে মধ্যে ওঠে।” বঙ্গভঙ্গ নিয়ে আলোচনা নেহাতই হাওয়া বদলের চেষ্টা বলে জানিয়ে দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, বাংলার দুই মুসলিম অধ্যুষিত জেলাকে ‘কেন্দ্রশাসিত অঞ্চল’ করতে চেয়ে বির্তক উস্কে দিয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। সংসদে দাঁড়িয়ে বাংলা ও বিহারের কয়েকটি জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের দাবি তোলেন নিশিকান্ত। বাংলার মালদহ, মুর্শিদাবাদের সঙ্গে বিহারের কিষাণগঞ্জ, আরারিয়া, কাটিহার নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের দাবি জানিয়েছেন তিনি।

গত বৃহস্পতিবার লোকসভার জ়িরো আওয়ারে বাংলা ও বিহারের উল্লিখিত জেলাগুলিতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কারণে জনবিন্যাস বদলে যাচ্ছে বলে অভিযোগ করেন ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি সাংসদ। তাঁর বক্তব্য, এই পাঁচ জেলার জনবিন্যাস পাল্টে গিয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য। কেন্দ্রশাসিত অঞ্চল না করা হলে হিন্দুদের অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেন তিনি। নিশিকান্ত দাবি করেন, ‘‘ওই জেলাগুলিকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করে এনআরসি কার্যকরের উদ্যোগ নিক কেন্দ্র।’’ উল্লেখ্য, সম্প্রতি বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার দাবি করেন, উত্তরবঙ্গকে উত্তর-পূর্বের অংশ করে দেওয়া হোক।

রাজ্য - এর থেকে আরোও খবর

Bangla will not be divided Shrishendu Mukherjee roared

Leave a comment