Mon, September 30, 2024

ই-পেপার দেখুন

অন্যায় করলে আমি তৃণমূলকেও ছাড়ি না-শহীদ মঞ্চ থেকে হুঁশিয়ারি মমতার

আবুল খায়ের

Published: 21 July, 2024, 06:27 PM
অন্যায় করলে আমি তৃণমূলকেও ছাড়ি না-শহীদ মঞ্চ থেকে হুঁশিয়ারি মমতার

 

পুবের কলম, ওয়েব ডেস্কঃ একুশে জুলাইয়ের শহিদ সভার মঞ্চ ফের স্বমহিমায় ধরা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারের শহিদ সমাবেশের মঞ্চ থেকেই দলের অগণিত কর্মী সমর্থকদের যেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পাঠ পড়ালেন দলনেত্রী। একদিকে অন্যায় দেখলেই যেমন কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিলেন, তেমনই দলের জনপ্রতিনিধিদের সতর্ক থাকতেও বললেন। এদিন ফের একবার তৃণমূলনেত্রীর নিশানায় বিজেপি, সিপিএম ও কংগ্রেস।

অন্যায় করলে আমি তৃণমূলকেও ছাড়ি না। আমি তৃণমূলকেও গ্রেফতার করি। মা-বোনেদের সম্মান দিতে হবে। এখন থেকে কোনও অভিযোগ যেন না আসে। অন্যায় সহ্য করব না। অন্যায় দেখলেই ব্যবস্থা। অভিযোগ এলেই ব্যবস্থা নেব। অন্যায় করবেন না, অন্যায় সহ্যও করবেন না। যেন কারও বিরুদ্ধে দল কোনও অভিযোগ না পায়। অভিযোগ পেলেই উপযুক্ত ব্যবস্থা নেব। পাশাপাশি তিনি জানান, বিত্তবান নয় বিবেকবান মানুষ চান। ঘরে যা আছে সেটা খেয়েই বেঁচে থাকুন। লোভ করতে যাবেন না। লোভ করার দরকার নেই।

আমার কাছে ১০ লক্ষ সরকারি চাকরি তৈরি আছে। একটা কিছু করতে গেলে কোর্টে গিয়ে জনসবার্থে মামলা করে নিয়োগে বাধা বিজেপি-র। আন্দোলনে না পেরে জনসবার্থে মামলা করে নিয়োগ আটকানোর চেষ্টা বিজেপির। আন্দোলনে না পেরে আদালতে গিয়ে নিয়োগে বাধা। কারও চাকরি যাবে না। সুপ্রিম কোর্টে লড়াই চলবে। ২ কোটির বেশি মানুষকে ওবিসি সার্টিফিকেট দিয়েছি। কখনও বলছে ওবিসি উঠিয়ে দাও। কারও চাকরি যাবে না। ওবিসি নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছি।

তৃণমূল কর্মীদের কেউ যাতে লোভী বানাতে না পারে। ভাত-রুটি খেয়ে থাকব। অন্যায়ের সঙ্গে আপোস নয়। শপথ নিন, দুর্নীতির সঙ্গে আপোস নয়। ভোটে জিতে যারা মানুষকে সেবা দেবেন না তাঁদের সঙ্গে কোনও সম্পর্ক রাখব না।তৃণমূল কংগ্রেস করতে গেলে সবাইকে নিয়ে চলতে হবে। যে যেখানে জিতেছেন সেখানে গিয়ে মানুষকে ধন্যবাদ জানাবেন। মানুষের জন্য কাজ করবেন। যেখানে আমরা জিতিনি সেখানকার মানুষের কাছে ক্ষমা চাইবেন। মনে রাখবেন গাড়িতে ঘোরার চেয়ে পায়ে হেঁটে ঘোরা ভালো। তাতে শরীর মন ভালো থাকে। বড় গাড়িতে ঘোরার চেয়ে স্কুটার, সাইকেলে ঘোরা অনেক ভালো।

Leave a comment