Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

শাসন থেকে মিছিল করে ২১ জুলাইয়ের পথে তৃণমূল কর্মী সমর্থকরা

Bipasha Chakraborty

Published: 21 July, 2024, 11:58 AM
শাসন থেকে মিছিল করে ২১ জুলাইয়ের পথে তৃণমূল কর্মী সমর্থকরা

 

পুবের কলম প্রতিবেদক: উত্তর ২৪ পরগনা জেলার শাসন থেকে মিছিল করে কয়েক হাজার কর্মী সমর্থক একুশে জুলাই এর উদ্দেশ্যে কলকাতায় রওনা দিয়েছেন। রবিবার হাড়োয়া বিধানসভার তৃণমূল নেতা তথা শাসনের দাদপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাইয়ের নেতৃত্বে কয়েক হাজার কর্মী সমর্থক কলকাতায় যায়।

এদিন শাসনের রাজারহাট রোডে বড় পোলের কাছে কয়েক কিমি পায়ে হেঁটে এসে তৃণমূল কর্মী সমর্থকরা বাসে চেপে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতে। এ ব্যাপারে হাড়োয়া বিধানসভার তৃণমূল নেতা তথা উত্তর চব্বিশ পরগনা তৃণমূল সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আব্দুল হাই বলেন, হাড়োয়া বিধানসভা এলাকা থেকে প্রায় ৮ থেকে ১০ হাজার লোক একুশে জুলাই এর উদ্দেশ্যে কলকাতায় রওনা দিয়েছেন। আমরা সকলেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতেই কলকাতায় রওনা দিয়েছি। আমরা তৃণমূলের কর্মী, নেত্রী ডাকলেই আমরা নেত্রীর ডাকে মিটিং মিছিলে ছুটে যাব। 

পাশাপাশি শহিদ প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন, আমরা শৃঙ্খলাপরায়ণ ভাবে কলকাতায় মিটিং শুনতে যাব। ড্রাইভার চালকদের প্রতি তাঁর পরামর্শ গাড়ির গতি নিয়ন্ত্রণ করে চালাব। ওভারটেক করবো না। যাতে দুর্ঘটনা এড়ানো যায়। 

উল্লেখ্য, আবদুল হাই ২১ জুলাই এর মিটিং এ তৃণমূল কর্মী সমর্থকদের যাওয়ার জন্য নিজ উদ্যোগে ৩৭টি বাস করে দিয়েছেন বলে জানা গেছে।

Leave a comment