পুবের কলম, ওয়েবডেস্কঃ কোভিড আবহে ভার্চুয়াল মাধ্যমে শুনানি। শনিবার বছরের শুরুতে রাজ্যের কোভিড পরিস্থিতির কথা বিবেচনা করে এমনটাই নির্দেশ দিল হাই কোর্ট। এই নির্দেশ জারি থাকবে সমস্ত আদালতে। এমনটাই নির্দেশ দিয়েছেন হাই কোর্টের প্রধান বিচারপতি। বিধিনিষেধ অনুযায়ী, শারীরিকভাবে এজলাসে উপস্থিত থাকতে পারবে না। সব মামলার শুনানি হবে ভার্চুয়ালি। তবে শুধুমাত্র জামিনের ক্ষেত্রে, যেখানে নথিপত্র জমা দেওয়ার বিষয় রয়েছে, সরকারি আইনজীবীদের আদালতে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ পর্যন্ত এমনটাই চলবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। যত দিন পরিস্থিতির উন্নতি না হয়, তত দিন হাই কোর্ট-সহ নিম্ন আদালতগুলিতে এই নির্দেশ চালু থাকবে। পাশাপাশি মাস্ক, স্যানিটাইজার ব্যবহার এবং সামাজিক দূরত্বিধি বজায় নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘ দিন বন্ধ থাকার পর, ফের কাজ কর্ম চালু হয় আদালতে।
এই মুহূর্তে আদালতগুলিতে শীতকালীন ছুটি চলছে। ৩ জানুয়ারি থেকে আদালত খুলবে। কিন্তু হঠাৎ করেই করোনা সংক্রমণ বাড়তে থাকায় ভিড় এড়াতেই এই নির্দেশের পথে হাঁটল আদালত। এদিকে ইতিমধ্যেই রাজ্যে ফের কড়া বিধিনিষেধের পথে হাঁটতে চলেছে সরকার। ৩ জানুয়ারি ‘স্টুডেন্টস উইক’ , ‘দুয়ারে সরকার’ বাতিল করে দিয়েছে সরকার।