পুবের কলম, ওয়েবডেস্ক : মেয়েদের পাশ্চাত্য ধাঁচের পোশাক পরা নিয়ে আক্ষেপ প্রকাশ করলেন বর্ষীয়ান বলিউড অভিনেত্রী আশা পারেখ। অভিনেত্রী বলেন, ‘বিয়ের সময় মেয়েরা এখন আর কেউ কনের সাজে ঐতিহ্যশালী পোশাক ঘাঘরা চোলি পরে না, এখন তাদের পছন্দ পশ্চিমী পোশাক আর গাউন’। গোয়ায় আয়োজিত ৫৩’তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে এসে এমনই মন্তব্য করেন বর্ষীয়ান অভিনেত্রী আশা পারেখ।
অভিনেত্রীর কথা প্রসঙ্গে আরও বক্তব্য, তিনি যখন অভিনয় করতেন সেই সময়ের থেকে এখন অনেক কিছুরই পরিবর্তন হয়েছে।
একরাশ ক্ষোভ প্রকাশ করে আশা পারেখ বলেন, ‘আমি জানি না, আমরা কেন এতটা পাশ্চাত্য ধাঁচের হয়ে যাচ্ছি। বিয়েতে এখন গাউন পরছে মেয়েরা। আরে ভাইয়া, হামারি ঘাঘরা চোলি, সারিয়াঁ অর সালোয়ার-কামিজ হ্যায় আপ ও পেহনো না’
(আমাদের প্রিয় ঘাঘরা-চোলি, সালোয়ার-কামিজ এবং শাড়ি আছে, সেগুলো পরুন)। কেন আপনারা সেগুলো পরেন না? এখনকার মেয়েরা সিনেমায় শুধু নায়িকাদের দেখে আর তাদের অনুকরণ করে।’
তীব্র ভাষায় বর্তমান প্রজন্মকে আক্রমণ করে বর্ষীয়ান অভিনেত্রী বলেন, ‘স্ক্রিন পে দেখ কে ও যো কাপড়ে পেহেন রাহেন, উস তারাহ কাপড়ে হাম ভি প্যাহেনেঙ্গে, মোটে হো, ইয়া যো হাম হ্যায়, ওহি প্যাহেনেঙ্গে’, (পর্দায় দেখে আর ভাবে, নায়িকারা যে পোশাক পরেছে, আমরাও সেই ধরনের পোশাক পরব, মোটা হই বা যা হই)। পর্দায় নায়িকাদের দেখে অনুকরণ করেই তারা পোশাক বেছে নিচ্ছেন। একবারও ভাবে না, তাদের সুন্দর লাগছে কিনা। শুধু সিনেমার পর্দায় নায়িকা পরেছে মানেই আমাকে পরতে হবে।’
অভিনেত্রী একরাশ নিরাশা প্রকাশ করে বলেন, এই দেশ পশ্চিমা ঐতিহ্যকে আপন করে নিচ্ছে দেখে খুব দুঃখ লাগে। আমাদের ভারতীয় ঐতিহ্য, নৃত্য, সংগীত রয়েছে, সেখান থেকে আমরা কিভাবে পপ সংগীতে চলে যাচ্ছি’।
এদিন আশা পারেখ বলেন, কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমারের সঙ্গে তার নাম জড়িয়ে গুজব রটানো হয়েছিল। বলা হয়েছিল, আমি নাকি দিলীপ কুমারের সঙ্গে কাজ করতে চাই না। চার-পাঁচ বছর আগে এক সাংবাদিক বৈঠকের পর এক ব্যক্তি লেখেন ‘আমি দিলীপ কুমারকে পছন্দ করতাম না, তাই আমি তার সঙ্গে কাজ করিনি। কিন্তু এটা মিথ্যা। দিলীপ কুমার আমার কাছে একজন পূজনীয় ব্যক্তি ছিলেন। আমি সব সময় তাঁর সঙ্গে কাজ করতে চেয়েছি। ‘জবরদস্ত’ নামে একটি চলচ্চিত্রে আমাদের দুজনের একসঙ্গে কাজ করার কথা ছিল। কিন্তু এটা আমার দুর্ভাগ্য যে ওই সিনেমার কাজটি বন্ধ হয়ে যায়’।