কলকাতাSunday, 17 October 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

অগ্নিমূল্য সবজি বাজার, দাম আরও বাড়ার আশঙ্কা!

mtik
October 17, 2021 8:03 pm
Link Copied!

পুবের কলম প্রতিবেদক: প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে পেট্রোল-ডিজেলের মূল্য। এই অবস্থায় মাথায় হাত আমজনতার। তার সঙ্গে পাল্লা দিয়ে অগ্নিমূল্য সবজির। পুজোর মরশুমে তা আরও বেড়েছে। ফলে সবজি কিনতে গিয়েও পকেটে ছ্যাঁকা খেতে হচ্ছে আমজনতাকে। কলকাতার বিভিন্ন বাজারে ঘুরে দেখা গিয়েছে,  যে সবজির দাম যেন আগুন। রবিবার কসবা মার্কেট,  বালিগঞ্জ মার্কেট, লেক মার্কেট, বেহালা,  জিনজিরা বাজার, গড়িয়াহাট প্রভৃতি বাজারে গিয়ে দেখা গেল বেশিরভাগ সবজির দাম এখন ঘোরাফেরা করছে প্রায় ৫০ থেকে ১০০ টাকার মধ্যে।

সাধারণত, কলকাতায় কাঁচা সবজি আসে রাজ্যের বিভিন্ন জেলা থেকে। এর মধ্যে বেশিরভাগই আসে ট্রাকে করে। কিন্তু বিভিন্ন জেলায় এবছর বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার ফলে এবং পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধির ফলে সবজির দামও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

গড়িয়াহাটের ব্যবসায়ী দিলীপকুমার ঘোষ জানান,  ভালো পটল বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকা কেজি দরে। আগে পটল ৫০ টাকা ছিল প্রতি কেজিতে। আবার বেগুনের বাজারদর ছিল ৪০ টাকা কিন্তু এখন তা বিক্রি ৬০-৭০ টাকা কেজি দরে। টমেটো বিক্রি হচ্ছে প্রতি কেজিতে ৮০ থেকে ৯০ টাকা দরে।

তিনি জানান,  শিয়ালদার কোলে মার্কেট থেকে তাঁরা সবজি এনে গড়িয়াহাট বাজারে বিক্রি করেন। সাধারণত ভ্যানে করে বা ট্রেনের ভেণ্ডারে করে সবজি নিয়ে আসেন এখানকার সবজি ব্যবসায়ীরা। তবে পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধির ফলে ট্রাক ভাড়াও বেড়ে গিয়েছে। ফলে সবজিরû দাম বেড়ে গিয়েছে। বেহালাতেও অধিকাংশ সবজির দর প্রায় একই বলে জানিয়েছেন সবজি ব্যবসায়ী মদনমোহন ঘোষ।

অন্যদিকে, সবজি বাজারের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মাছ -মাংসের দামও। মুরগির কাটা মাংস এখন চলছে ২৩০ থেকে ২৪০ টাকা। আবার গোটা মুরগির দাম প্রতি কেজিতে ১৬০ থেকে ১৭০ টাকা। গোটা রুই মাছের মূল্য যেমন ২০০ টাকা– তেমনিই কাটা রুই আবার বিক্রি হচ্ছে ২৫০ টাকায়। সব মিলিয়ে বাজারে সবজি গিয়ে নাভিশ্বাস অবস্থা আমজনতার। এরইমধ্যে লক্ষ্মী পুজোর আর বেশি দেরি নেই। ফলে সবজির দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।