পুবের কলম, ওয়েব ডেস্ক: ‘দুয়ারে ভ্যাকসিন’ পৌঁছে দেওয়ায় এবার সরকারি শোকজ নোটিশ গেল কলকাতা পুরসভার হেল্থ অফিসারের কাছে। কারণ, স্বাস্থ্যদফতরের কোভিডবিধি মেনে ওই অভিযুক্ত সরকারি চিকিৎসক কোভিড ভ্যাকসিনেশন সেন্টার কোড দিয়ে টিকাকরণ করাননি। এছাড়াও বহুতলের যে ঘরে ওই প্রবীণদের টিকাকরণ হয়েছে, সেখানে চিকিৎসক উপস্থিত ছিলেন না বলে অভিযোগ। যদিও ভ্যাকসিন দেওয়ার পর টিকা নেওয়া ব্যক্তিকে অন্তত আধঘণ্টা চিকিৎসকের পর্যবেক্ষণে থাকা বাধ্যতামূলক। কিন্তু ভবানীপুরের ৭০ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ‘দুয়ারে ভ্যাকসিন’দেওয়া হলেও দায়িত্বপ্রাপ্ত ওই চিকিৎসক যেমন সিভিসি কোড নেননি, তেমন নাগরিকদের ঘরে নজরদারিতেও ছিলেন না বলে পুরসভায় তদন্ত রিপোর্ট।
স্বাস্থ্য দফতরের নির্দেশ অমান্য করে বাড়ি বাড়ি টিকাকরণ করায় ওয়ার্ডের হেল্থ অফিসার ডাঃ ঈশিতা মণ্ডলকে শোকজ করা হয়েছে বলে স্বীকার করেছেন পুরসভার মুখ্যপ্রশাসক ও পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম।