পুবের কলম ওয়েব ডেস্ক : শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের ঘরের মাঠে সর্বশেষ ২০০২ সালে ওয়ানডে সিরিজ জিতেছিল পাকিস্তান। মধ্যিখানে লম্বা একটা সময় কেটে গেলেও, ৫০ ওভার ক্রিকেট সিরিজে অজিদের বিপক্ষে আরও সেভাবে সাফল্য পায়নি তারা। দেরি হলেও এবার নয়া অধিনায়কের ছোঁয়ায় অজিদের তাদের ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে উড়িয়ে দিল টিম পাকিস্তান। মুহাম্মদ রিজওয়ানের নেতৃত্বে এদিন ওয়ানডে ক্রিকেটে ইতিহাস গড়ল কঠিন সময়ের মধ্যে দিয়ে চলতে থাকা তার দল। পারথে অস্ট্রেলিয়াকে হারিয়ে দীর্ঘ ২২ বছর পর তাদের মাটিতে একদিনের ক্রিকেট সিরিজ জয়ের রেকর্ড গড়ল পাকিস্তান।
চলতি নভেম্বরের ২২ তারিখ থেকে নিজেদের ঘরের মাঠে ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে নামবে ভারত। অনেকেই ভেবেছিলেন, তার আগে পাকিস্তানের মতো ধুঁকতে থাকা একটা দলকে নিজেদের মাঠে কচুকাটা করে গুরুত্বপূর্ণ ওই সিরিজের আগে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নেবেন স্টিভ স্মিথ, প্যাট কামিন্সরা। কিন্তু বাস্তবে ঘটল ঠিক উল্টোটাই। তুলনামূলক শক্তিশালী দল নামিয়েও সাধারণ মানের টিম পাকিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হেরে কার্যত লজ্জায় সাগরে ডুব দিল অস্ট্রেলিয়া।আর এতে দুর্দান্ত এক ইতিহাস গড়ে পথচলা শুরু হল পাক অধিনায়ক রিজওয়ানের।
পারথে টস জিতে পাক অধিনায়ক মুহাম্মদ রিজওয়ান আগে ব্যাট করতে পাঠান অস্ট্রেলিয়া দলকে। আগে ব্যাট করতে নেমে পাক পেসারদের সামনে রীতিমতো আত্মসমপর্ণ করে মাত্র ৩১.৫ ওভারে ১৪০ রানে অল-আউট হয়ে যায় অজিরা। তাদের হয়ে উল্লেখযোগ্য ৩০ রান করেন শিন অ্যাবট। এছাড়া ৩০ বলে ২২ রান করেন ওপেনার ম্যাথিউ শর্ট। বাকিদের মধ্যে কেউ সেভাবে ব্যাট হাতে ম্যাচে নিজের ছাপ ফেলতে পারেনি। সেখানে বল হাতে শাহিন শাহ আফ্রিদি তুলে নেন ৩টি উইকেট। ৩টি উইকেট পান নাসিম শাহও।
শাহিন, নাসিমের কাঁধে কাঁধ মিলিয়ে অজি ব্যাটারদের চাপে ফেলে ২টি উইকেট পকেটে পোরেন হ্যারিস রউফ। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ২৬.৫ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। তাতেই তারা পেয়ে যায় ৮ উইকেটের ঝাঁ চকচকে একটা জয়। পাকিস্তানের এই জয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সাঈম আয়ুব (৪২ রান) ও আবদু্ল্লাহ শফিক (৩৭ রান)। শেষ পাতে ৩০ বলে ২৮ রানে অপরাজিত থেকে যাওয়া বাবর আজমকে সঙ্গী করে ৩০ রানের নজরকাড়া একটা ইনিংস খেলে পাক দলকে ঐতিহাসিক এক জয় এনে দিলেন ক্যাপ্টেন মুহাম্মদ রিজওয়ান।