পুবের কলম প্রতিবেদক: এবার রাজ্য সরকারের অধীনে থাকা বিশ্ববিদ্যালয়গুলিতেও অভিন্ন প্রবেশিকা পরীক্ষার নিয়ম আনতে চাইছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। মঞ্জুরি কমিশন জানিয়েছে কোনও বিশ্ববিদ্যালয় চায়, তারা অভিন্ন প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। ইতিমধ্যে কেন্দ্রীয় শিক্ষাবিদ্যালয়গুলির সঙ্গে কিছু রাজ্য সরকার পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে বৈঠক করছেন মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান জগদীশ কুমার।
মঞ্জুরি কমিশন আরও বিশ্ববিদ্যালয়কে এই কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করতে চায়। গোটা দেশে যাতে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা চালু করা যায়, সেই চিন্তাভাবনাই করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ইতিমধ্যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা ইতিমধ্যে চালু করেছে মঞ্জুরি কমিশন।
ইউজিসির বক্তব্য, ভর্তির প্রক্রিয়াকে সহজতর করার জন্য এবং শিক্ষার্থীদের একাধিক প্রবেশিকা পরীক্ষা নেওয়া থেকে স্বস্তি দিতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
উল্লেখ্য, এক সপ্তাহ আগেই মঞ্জুরি কমিশন ঘোষণা করেছিল সমস্ত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়কে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের উপর ভিত্তি করে স্নাতক কোর্সে পড়ুয়াদের ভর্তি করতে হবে। এ ক্ষেত্রে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার নম্বরের গুরুত্ব থাকবে না।
উল্লেখ্য এই নিয়মটি আসন্ন শিক্ষাবর্ষ (২০২২-২৩) থেকেই কার্যকর হবে। এরই মধ্যে সোমবার, ইউজিসি চেয়ারম্যান জগদীশ কুমার সারা দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেছেন এবং তাদের এই অভিন্ন প্রবেশিকা পরীক্ষা প্রক্রিয়ায় অংশ হতে বলেছেন। বৈঠকের সময়, ইউজিসির চেয়ারম্যান জগদীশ কুমার বিশ্ববিদ্যালয়গুলিকে অভিন্ন প্রবেশিকা পরীক্ষার প্রক্রিয়াগত দিকগুলি নিয়ে বিশদ ব্যাখ্যা দেন এবং স্পষ্ট করে দেন, এই পরীক্ষা ব্যবস্থা কোনওভাবেই সংরক্ষণ প্রক্রিয়াকে বাধা দেবে না। অভিন্ন প্রবেশিকা পরীক্ষার রেজিস্ট্রেশন ২ এপ্রিল থেকে শুরু হবে এবং পরীক্ষাটি পরিচালনার দায়িত্ব থাকবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)।