পুবের কলম, ওয়েবডেস্কঃ এবার মুম্বই সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফরে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই সফরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে না তাঁর। হাসপাতালে ভর্তি আছেন উদ্ধব। অসুস্থ থাকার কারণে সংক্রমণের আশঙ্কায় এই সাক্ষাৎ সম্ভব হচ্ছে না। তবে উদ্ধব ঠাকরের পুত্র আদিত্য ঠাকরে তাঁর সঙ্গে সাক্ষাৎ করবেন।
মমতা এদিন জানান, বুধবার এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে দেখা করবেন তিনি।
উল্লেখ্য, মুম্বইয়ে ওয়াইপিও-এর সম্মেলনে যোগ দিতে এবার মুম্বইয়ের পথে মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকেল পাঁচটার মধ্যেই এই রাজ্যে পৌঁছে যাবেন তিনি। এই সম্মেলনে বক্তব্য রাখার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ১ ডিসেম্বর সেই সম্মেলন রয়েছে। সেখানেই দেশের তাবড় শিল্পপতিদের সামনে বক্তব্য রাখবেন মমতা। এপ্রিলেই রাজ্যে বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন রয়েছে।
আজই তিনদিনের জন্য মুম্বই সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলার মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে সেজে উঠেছে মুম্বই। শহরের বিভিন্ন স্থানে শোভা পাচ্ছে তৃণমূল নেত্রীর ছবি সম্বলিত হোর্ডিং। বিমানবন্দরে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে হাজির থাকার কথা রয়েছে শিবসেনা–এনসিপি নেতৃত্বের। হাজির থাকতে পারেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারও। মুম্বই বিমানবন্দরে নামার পর সেখান থেকে সোজা সিদ্ধি বিনায়ক মন্দিরে যাবেন মমতা। এরপর সেখানে পুজো দেবেন তিনি।