পুবের কলম, ওয়েবডেস্কঃ ধরনায় বসছেন সাসপেন্ডেড সাংসদরা। বুধবার গান্ধীমূর্তির পাদদেশে ধরনায় বসবেন তারা। মঙ্গলবার তৃণমূলের পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠক করে এই কথা জানান, দোলা সেন। সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সংসদের বাইরে এই ধরনা চলবে। অবস্থান বিক্ষোভে থাকবেন ১২ জন সাসপেন্ডেড সাংসদ।
এদিন সাংবাদিক বৈঠক থেকেই ডেরেন ও ‘ব্রায়েন জানান, ‘সংসদ অচল করা আমাদের লক্ষ্য নয়। আমরা চাই সংসদ চলুক।’
উল্লেখ্য, শীতকালীন অধিবেশনে বিশৃঙ্খলা ঘটানোর দায় রাজ্যসভার ১২ জন সাংসদকে সাসপেন্ড করা হয়। গোটা শীতকালীন অধিবেশনেই এই ১২ জন সাসপেন্ড থাকবেন। এর মধ্যে রয়েছেন তৃণমূলের শান্তা ছেত্রী, দোলা সেন, কংগ্রেসের ৬ জন, সিপিএমের ১ জন ও শিবসেনার ২ জন সাংসদ।