আঙ্কারা: সিরিয়ার বাশার আল-আসাদ সরকারকে উৎখাতকারী বিদ্রোহীরা চাইলে দেশটির ইসলামপন্থী নতুন সরকারকে সামরিক সহায়তা দিতে প্রস্তুত আছে তুরস্ক। রবিবার একথা জানিয়েছেন তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার। সিরিয়ার নতুন নেতৃত্বকে ‘একটি সুযোগ’ দেওয়া উচিত বলে মন্তব্য করেন তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেছেন, ‘যদি প্রয়োজন হয় তাহলে সামরিক সহায়তা ও সমর্থন দিতে প্রস্তুত আছে তুরস্ক।’ তুর্কি প্রতিরক্ষামন্ত্রী বলেন, সিরিয়ার নতুন প্রশাসন কী করবে তা দেখা দরকার। আমরা মনে করি, তাদের একটি সুযোগ দেওয়া প্রয়োজন।
Read More: এবার সিরিয়ার হারমন পর্বত দখল করল ইসরাইল
এদিকে তুরস্ক প্রায় ৩০ লাখ সিরীয় শরণার্থীর বোঝা বহন করছে। আসাদ সরকারের পতনের পর এই শরণার্থীদের অনেকে নিজ দেশে ফেরত যাবে বলে আশা করছে তুরস্ক। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় রবিবার জানিয়েছে, “গত পাঁচ দিনে সাত হাজার ৬০০ শরণার্থী তুরস্ক সীমান্ত পেরিয়ে সিরিয়ায় গেছে।” আসাদের পতনের পর বর্তমানে সিরিয়া নিয়ন্ত্রণকারী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের (এইচটিএস) সঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি যোগাযোগ করেছে বলে জানিয়েছেন মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।