০১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
এবার সিরিয়ার হারমন পর্বত দখল করল ইসরাইল

কিবরিয়া আনসারি
- আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, সোমবার
- / 51
দামেস্ক: বাশার আল-আসাদের পতনের পরপরই সিরিয়া সীমান্তের বাফার জোন দখল করেছে ইসরাইল। তারা এখন পুরো সিরিয়া নিয়ন্ত্রণের লক্ষ্যে হামলা চালাচ্ছে। হোম শহরের এয়ারপোর্টে হামলা হয়েছে রবিবার। ৬১টি মিসাইল হামলা হয়েছে সামরিক ঘাঁটি, সড়ক, বিদ্যুৎ লাইনে। এবার হারমন পর্বতের সিরিয়ার অংশের দখল নিয়েছে ইসরাইলের বাহিনী আইডিএফ। ২ হাজার ৮১৪ মিটার উচ্চতাসম্পন্ন হারমন পর্বত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এটি ওই অঞ্চলের সবচেয়ে উঁচু স্থান। পর্বতের চূড়া থেকে সিরিয়ার রাজধানীর দূরত্ব মাত্র ৩৫ কিলোমিটার। এ পর্বতকে এ অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক দুর্গ হিসেবে বিবেচনা করা হয়। এর অর্থ হলো, এ পর্বতের অবস্থান দামেস্ককে ইসরাইলের কামানের গোলার সীমার মধ্যে এনে দেয়।
Tag :