পুবের কলম, ওয়েবডেস্ক: বিপুল জন সমর্থন নিয়ে উপ নির্বাচনে আসানসোল কেন্দ্র থেকে জয়ী হলেন বিহারীবাবু শত্রুঘ্ন সিনহা। তিন লক্ষ ভোটে জয়ী হয়েছেন তিনি। এই জয়ের ফলে বিজেপির হাতছাড়া হল এই কেন্দ্রটি। দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিপিএম, তৃতীয় স্থানে বিজেপি, আর চতুর্থ স্থানে রয়েছে কংগ্রেস।
অন্যদিকে বালিগঞ্জে জয়ী হলেন তৃণমূলের বাবুল সুপ্রিয়। কুড়ি হাজার ৫৬ ভোটে জয়ী হয়েছেন বাবুল। দুটি কেন্দ্রেই চতুর্থ স্থানে রয়েছে কংগ্রেস।
এই জয়কে মা-মাটি-মানুষের জয় বলে ট্যুইট করে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ট্যুইটে লিখেছেন, এই জয় নববর্ষের উপহার। তৃণমূলের ওপরে আস্থা রাখার জন্য সকলকে স্যালুট’।
উল্লেখ্য, বালিগঞ্জ ও আসানসোল কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হয় গত ১২ এপ্রিল। আজ সকাল থেকেই শুরু হয় ভোট গণনা। আসানসোলে মোট ১৮ রাউন্ড গণনা ও মোট ১৯ রাউন্ড গণনা হয় বালিগঞ্জে। গণনা কেন্দ্রের বাইরে ছিল কড়া নিরাপত্তা। মোতায়েন কলকাতা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি ছিল ১৪৪ ধারা।
এদিন এই জয়ের পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন শত্রুঘ্ন সিনহা।
আসানসোল কেন্দ্রের বিজেপি প্রার্থী ছিলেন অগ্নিমিত্রা পল। পরাজিত হয়েছেন তিনি। অগ্নিমিত্রা জানান, মানুষের রায় মাথা পেতে নেব। রিগিং হয়েছে বলব না, কারণ সেন্ট্রাল ফোর্স ভালো কাজ করেছে। তবে কী কারণে এই পরাজয় বলতে পারব না। পরে এই হারের কারণ খতিয়ে দেখতে হবে। এই মুহূর্তে আমাদের লক্ষ্য হওয়া উচিত ২০২৪। সেই ২০২৪-এর কথা চিন্তা করেই আমাদের এখন থেকেই কাজ করা শুরু করতে হবে।