পুবের কলম, ওয়েবডেস্কঃ ভোট গণনা শুরু হওয়ার কিছুক্ষণ পর থেকেই রেজাল্টে এগিয়ে তৃণমূল। মোট ১৪৪ ওয়ার্ডের মধ্যেই ১৩৩টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল।
এর মধ্যেই জয় পেলেন তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার, তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়, তৃণমূল প্রার্থী অনন্যা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল প্রার্থী বসুন্ধরা গোস্বামী, ১০ হাজারের বেশি ভোটে জয়ী অতীন ঘোষ, তারক সিংহ-রা, ১১৭ নম্বর ওয়ার্ডে জয়ী হলেন তৃণমূলের অমিত সিংহ, ১১৯ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন কাকলি বাগ।
উৎসবের মেজাজে কালীঘাট। গণনায় এগিয়ে তৃণমূলের হেভিওয়েট প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে তৃণমূল কংগ্রেস।
কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দলীয় সমর্থকরা সবুজ আবির আর খেলা হবে গানে মেতেছেন।
জয় নিশ্চিত জেনেই শুরু আগাম উল্লাসে। তৃণমূলের পতাকা হাতে নিয়ে শহরজুড়ে উন্মাদনা।