পুবের কলম, ওয়েবডেস্কঃ পুরভোটে নিরঙ্কুশ জয়ের পথে তৃণমূল। এবার খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে এবার মেয়র কে হবেন। দীর্ঘদিন ধরেই এই নিয়ে জল্পনা-কল্পনা চলছে।
এদিন পুরভোটে উৎসবে মেজাজে কলকাতা। এদিন কামাক্ষ্যা যাওয়ার পথে এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বলেন, আগামী ২৩ তারিখ বৃহস্পতিবার দলীয় বৈঠক হবে। বেলা ২টোর সময়ে বৈঠক হবে। সেখানেই দলের পক্ষ থেকে নাম প্রস্তাব করা হবে। তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সব কিছু প্রসেস অনুযায়ী হবে।