পুবের কলম প্রতিবেদক: যিনি রাঁধেন– তিনি চুলও বাঁধেন। বাংলা এই চিরপরিচিত প্রবাদটি তাঁর হাত ধরেই বারবার সত্যি প্রমাণিত হয়েছে। রাজনীতির পাশাপাশি তার বহুমুখী প্রতিভা বরাবরই চর্চার বিষয় হয়ে থেকেছে। তিনি ছবি আঁকেন– তিনি গান লেখেন– তিনি সুর করেন। এহেন বহুমুখী প্রতিভার অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যবাসী বুধবার নতুন ভূমিকায় দেখল। তবে কোরাসে গলা মেলানো নয়– দেখা গেল এক অন্য ভূমিকায়। সত্য প্রকাশিত জননী অ্যালবামে ‘জয়ন্তী মঙ্গলা কালী’ গানটি গেয়েছেন মমতাই। অবশ্যই সেখানে তার সহায়ক হিসাবে ছিলেন নচিকেতা এবং ইন্দ্রনীল।
প্রত্যেক বছরের মতো এ বছরও মহালয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা এবং সুরে অ্যালবাম প্রকাশিত হল। সেই অ্যালবামে মোট আটটি গান রয়েছে। যেগুলি গেয়েছেন– নচিকেতা– রূপঙ্কর– মনোময় শ্রীরাধা দেবজ্যোতি তৃষা এবং ইন্দ্রনীলের মতো প্রথিতযশা শিল্পীরা। তার মধ্যে থাকছে অবশ্যই সেরা আকর্ষণ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের গান।