পুবের কলম, ওয়েবডেস্ক: তৃতীয়বার রাজ্যের ক্ষমতায় তৃণমূল আসার পর এই প্রথম বিধানসভা অধিবেশন চলছে। প্রথম অধিবেশনেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভূমিকা নিয়ে বেশ প্রশ্ন উঠেছে।
অধিবেশন শুরুর আগে সর্বদল বৈঠক কিংবা বিএ কমিটির বৈঠকে হাজির ছিলেন না। পরবর্তীতে অধিবেশন চলাকালীনও বেশ কয়েকবার একাধিক ইস্যুতে প্রতিবাদ জানিয়ে অধিবেশন কক্ষ ছেড়ে চলে গিয়েছেন। মঙ্গলবার রাজ্যপালের ভাষণের উপর আলোচনা চলাকালীন বিরোধী দলনেতার কিছু মন্তব্য ‘অপ্রাসঙ্গিক’ হিসেবে চিহ্নিত করে বিধানসভা অধিবেশনের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার সুপারিশ করেন। এর প্রতিবাদে শুভেন্দু অধিকারী ওয়াকআউট করে বেরিয়ে যান। তাঁর উপর ক্ষুব্ধ হন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। পরে দেখা যায়, শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে সাংবাদিক সম্মেলন করে তিনি পালটা স্পিকারকে নিয়ে তোপ দেগেছেন। স্পিকার শাসকদলের হয়ে কাজ করছেন, এমনই অভিযোগ তোলেন। আর তা আইনসভার দায়িত্বপ্রাপ্ত হিসেবে একজন অধ্যক্ষের পক্ষে যথেষ্ট অবমাননাকর বলে মনে করছে তৃণমূল। সাংবাদিক বৈঠকে বিধানসভার স্পিকারের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে স্বাধিকার ভঙ্গের নোটিস পাঠালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য।